Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লেখিকা মিঠু ভট্টাচার্য-এর কবিতার ডালি

শিরোনাম.. রাখবো সদা মনেকলমে.. মিঠু ভট্টাচাৰ্যরামায়ণের মা সীতা মহিয়সী নারী...পাঠকগণ উর্মিলা কে ভুলতে কি পারি...চোদ্দ বছর বনোবাসে সীতা লক্ষন রাম....উর্মিলা র ত্যাগ স্বীকার করেছে কি অযোধ্যা ধাম...পাদুকা মাথায় ভরত বলে জয় জয় রাজা রাম.…



 শিরোনাম.. রাখবো সদা মনে

কলমে.. মিঠু ভট্টাচাৰ্য

রামায়ণের মা সীতা মহিয়সী নারী...

পাঠকগণ উর্মিলা কে ভুলতে কি পারি...

চোদ্দ বছর বনোবাসে সীতা লক্ষন রাম....

উর্মিলা র ত্যাগ স্বীকার করেছে কি অযোধ্যা ধাম...

পাদুকা মাথায় ভরত বলে জয় জয় রাজা রাম....

রাবন ও যে শ্রেষ্ঠ রাজন কিন্তু বিধি বাম....

সীতাহরণ দর্প ছিল একমাত্র রাবনের দোষ....

বিধবা ভগ্নি সুর্পণখার অপমানের রোষ....

লক্ষণের ই সঙ্গে যদি করে নিত মারামারি....

মহাকাব্য রামায়ণ এর হতোনা দরকার ই....

কৈকেই কে দুষলো সবাই নিয়েছিল বর...

দশরথ কেমন পিতা? রাজা কেমন তর....

একবাক্যে স্ত্রী র কথা মেনে নিলো রাজা....

কূটনীতি জানতোনা এমনতরো সাজা...

অর্জুন যে শ্রেষ্ঠ বীর বলেন মহাকবি....

কর্ণ একলব্য র গুন গাইলো বিশ্বকবি...

একলব্যের বৃদ্ধাঙ্গুল কর্ণের জন্মকথা....

দুর্ভাগ্য র শিকার তারা মহাভারত কথা....

কে যে আসল শ্রেষ্ঠ বীর বুঝছি মোরা আজ...

কৃষ্ণ নির্ধারিত করেন রণক্ষেত্রের তাজ....

কিচক বধ স্বর্ণপদ্ম দুশাসনের রক্তপান..

দুর্যোধোনের উরুভঙ্গ. ভীম ই বলবান...

পত্নী কে বাজি রাখে ধর্মপুত্র যুধিষ্টির..

ভীম ই ছিলেন এক বিরোধী শ্রেষ্ঠ কর্মবীর...

ভ্রাতৃ আজ্ঞা পালনে দ্বাদশবর্ষ বনোবাস...

অর্জুনের পৌষ মাস দ্রৌপদীর সর্বনাশ...

বিরহ দশায় কাটাই কৃষ্ণ সম্পূর্ণ বারো বছর..

এরই মধ্যে চারটি বিয়ে করেন অর্জুন প্রবর...

পঞ্চপতি? নেই প্রয়োজন ভীম ই আসল পতি...

মহাপ্রষ্ঠানের পথে বোঝে সারমর্ম পাঞ্চালি সতী...

রূপবতী গুণবতী কালিদাসের শকুন্তলা...

কন্ব মুনির স্নেহ চিন্তা সকল মনের জ্বালা....

অনুসূয়া প্রিয়ম্বদা আরও দুটি ঋষি কন্যা..

তাঁদের কোনো প্রেমগাঁথা নেই. নেই খবরের বন্যা...

বিয়ের যোগ্য কন্যা দুটি. কন্ব মুনি পিতা...

রূপ যৌবন প্রেম নিয়ে কবি লিখলেন না কোনো কথা...

সখি হলো রাজরানী. তাঁদের ভাগ্যে কৃচ্ছসাধন...

কবির পিতা র নেই সমর্থন নেই বিবাহের বাঁধন....

যাজ্ঞবোল্ক মুনির পত্নী মৈত্রেই কাত্যায়নি...

হরেক গুন গাথা তাঁদের পুরান বেদান্ত কাহিনী...

বিদুষী পত্নী মৈত্রেয়ী শ্লোক বাণী র আধার...

স্বামীর সঙ্গে বসে করেন সারাদিন শাস্ত্র বিচার...

গোপালন রন্ধন সাংসারিক কাজ সারি সারি..

হাজার কর্মে ব্যস্ত ছিল তখন আরেক নারী....

হাজার ছাত্রের দেখাশোনা পাঠশালার গুরুভার...

কাত্যায়নি না থাকলে মুনি র সংসার অসার...

কাত্যায়নি যদি না সামলাতো মুনির সংসার...

মৈত্রেয়ী কি পারতো বসে শাস্ত্রের বিচার...

কিন্তু কজন মনে রেখেছে কাত্যায়নি র কথা....

মৈত্রেয়ী র জ্ঞান গর্ভে হারিয়েছে তার মনের ব্যাথা.....

জগৎ সংসারে আছে যেন সবার সমান কদর...

কবি রা কেন ভুলে গেলেন করলেননা সমাদর...

ক্ষমাপ্রার্থী আমি বিচার করলাম মহাকবি দের কথা...

কখনো ভুলতে নারি অন্য চরিত্রের ব্যাথা...

ত্যাগ মহিমা কর্মে যজ্ঞে কম যে নন এরা...

নতুন করে বিশ্লেষণ এ ভাববো এবার মোরা...

ইতিহাসের বিস্মিত পাতা থেকে এনে....

মাথায় তুলে রাখবো এঁদের রাখবো সদা মনে......

🙏🙏🙏🙏🙏🙏

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 ভালোবাসা (স্বরচিত )❤

দান করো ভালোবাসা এ বড় উপহার..

পাও তুমি ভালোবাসা এ সম্মান তোমার...

আলোয় ভরা দিন উন্মুক্ত মন..

স্নিগ্ধ দুপুরে কথাটি বলো গোপন...

গোধূলিবেলার সে মিষ্টি মধুর হাওয়া..

জোনাক রাতির প্রেম জোছনাতে ধোওয়া...

ভালোবাসা বেঁচে থাক পরম শ্রদ্ধায়...

ভালোবাসা বহে যাক সুন্দর বোঝাপড়ায়...

ভালোবাসা অটুট হো ক অগাধ বিশ্বাসে...

ভালোবাসা বেঁচে থাক সুস্থ নিঃশ্বাসে...

ভালোবাসা খেলা করে মিষ্টি দুস্টুমিতে...

ভালোবাসা সঞ্চারিত সকল হৃদয়েতে...

কৃষ্ণের বাঁশির সুরে সুরে রাধা...

কৃষ্ণের মুকুটের পালকেতে বাঁধা..

রাধিকার কেশবিন্যাসে কৃষ্ণ যে ঢাকা..

যমুনার তরঙ্গে প্রেম মধু মাখা...

বৃন্দাবনের ধুলায় লুটায় ভালোবাসার বাতি..

কলঙ্কিনী রাধিকার প্রেম জগৎ জোড়া খ্যাতি...

নাইবা হলাম কৃষ্ণের প্রেয়সী রাধা...

যদি থাকে তাতে না পাওয়ার বাধা...

বরং হতে রাজি আছি হতভাগী রুক্মিণী...

ক্ষনিকের তরে তবু সারাজীবনের সঙ্গিনী....

পাহাড়ের প্রতিধ্বনি যত অনুরনোন হয়...

ভালোবাসা কথাটি ততোধিক অনুকম্পন হয়....

বাস্তবেতে এসে দেখি কত ভালোবাসার ছল..

কত রকম সম্পর্ক তা নয়তো অবিকল...

খুঁজছি আসল ভালোবাসা সোশ্যাল সাইট ফেইসবুক এ....

চ্যাট করছি মনের মতো তৃপ্ত হৃদয় হাসিমুখে....

ছবিগুলি মায়াময় মুখশ্রী সব হৃদয়হারী...

বুঝতে পারি সম্পর্ক গুলি বেশির ভাগি মুখোশধারী....

পরিবার পরশি সতীর্থ যারা আজও বেঁচে বুকে...

ভালোবাসার দীপ টি জ্বালাই মন দিয়ে হাসিমুখে....

সবুজ ধরিত্রী নীল আকাশ গেরুয়া সূর্যের আলো..

আমার দেশ ভারতবর্ষ কে বেসেছি আমি ভালো....

খুঁজছো কেন ভালোবাসা সোশ্যাল সাইট ফেসবুকে..

তাকাও আসল ভালোবাসা ছড়িয়ে আছে পিতা মাতার বুকে....🙏🙏❤❤

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

: বিষয়..মানবতা

শিরোনাম.. বিশ্ববিধাতার সৃষ্টি.

কলমে মিঠু ভট্টাচায্য

*****

বিশ্বপিতা তুমি হে প্রভু মানুষের পরিত্রাতা..

মানুষ কেন যে ভুলে গেলো তাঁর পবিত্র মানবতা...

দিকে দিকে আজ লেলিহান শিখা দেখি সংকীর্ণতা....

হিংসা দ্বেষ হানাহানি কোথায় সে নির্ভরতা....

মৌন আজকে ভ্রাতৃত্ব বোধ উগ্র সাম্প্রদায়িকতা...

প্রেম তিতিক্ষা তুচ্ছ আজকে কোথায় মানসিকতা...

শ্রেষ্ঠ জীব ভুলেছে আজকে একতা উদারতা...

ধনী দরিদ্র নির্বিশেষে উগ্র আজ চঞ্চলতা...

মানষ তুমি শ্রেষ্ঠ প্রাণী কোরো জাগ্রত বিবেক....

দোলাচলে আজ না থেকে তোমার সংহত হোক আবেগ....

মানবতা কে শ্রেষ্ঠত্বে উন্নীত করো দৃষ্টি..

সুকৃতি সদাচারে তুমি বিশ্ব বিধাতার সৃষ্টি..... 🙏🙏🙏🙏