Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম:- বুঝেও বুঝিনাকলমে:- রঞ্জন ঘোষতারিখ:-০৪/০৮/২১
বুঝতে যখন পারলো সেসময় এসে গেছে,আঁকড়ে ধরতে চাইলো তখন,যে ছিলো তার কাছে।
দাঁত থাকতে দাঁতের যেমনমর্যাদা কেউ দেয় না,সময় থাকতে নিজের ভুল,কেউ দেখতে পায় না।
এ…



দৈনিক কবিতা প্রতিযোগিতা

শিরোনাম:- বুঝেও বুঝিনা

কলমে:- রঞ্জন ঘোষ

তারিখ:-০৪/০৮/২১


বুঝতে যখন পারলো সে

সময় এসে গেছে,

আঁকড়ে ধরতে চাইলো তখন,

যে ছিলো তার কাছে।


দাঁত থাকতে দাঁতের যেমন

মর্যাদা কেউ দেয় না,

সময় থাকতে নিজের ভুল,

কেউ দেখতে পায় না।


এটাই বোধহয় বিধিলিপি

এই ভেবে পাই সান্তনা,

আসল কথা কখনো কেউ,

বুঝতে আমরা চাই না।


কাছেই স্টেশন ভয়টা কিসের

আমরা ট্রেনটা ঠিক পাবো,

তাড়াতাড়ি করার দরকার কি,

একটু বিশ্রাম করে যাবো।


এমন ভাবতে ভাবতে কখন

ট্রেন যে এসে গেলো,

প্লাটফর্মে যেতে যেতেই,

ট্রেন যে ছেড়ে গেলো।


সময়ের কাজ সময়ে যদি

করতে কেউ না পারি,

ব্যর্থতার নেই কোনো দোষ,

সফলতা যাবে তোমায় ছাড়ি।