Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না========================
একটা মেঘমাখা খোলা আকাশকোথাও বা একটু কালশিটে বেলার ছাপ,আমাকে ছুঁয়ে দিলোহারিয়ে নিয়ে গেলউতল হাওয়ার বেগেভালোবাসার মাঝ দরিয়ায়!জানিস...ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না!এলোমেলো পায়ে…

 


ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না

========================


একটা 

মেঘমাখা খোলা আকাশ

কোথাও বা 

একটু কালশিটে বেলার ছাপ,

আমাকে ছুঁয়ে দিলো

হারিয়ে নিয়ে গেল

উতল হাওয়ার বেগে

ভালোবাসার মাঝ দরিয়ায়!

জানিস...

ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না!

এলোমেলো পায়ে 

চলতে চলতে

জীবন কখনো পায়

মসৃণ দোতারার সঙ্গত,

কখনো হোঁচট খেয়ে

পথ হারায়

সবুজ গোলাকার মুথাঘাসে।

আমি পথ চলি

একার একা হয়ে ,

কখনো বা ভালোলাগা গান গেয়ে,

আঁধার বিদীর্ণ করে

আলোর উঁকিঝুঁকির মতো,

যখন কাছে আসতে চায়

তোর উচাটন মন,

আমার মনের আলসেতে তখন

জটলা করে কাঠ বেড়ালি রোদ,

আর

জড়িয়ে ধরে

লজ্জা মিশেল দেওয়া

অদ্ভুত এক ভালোবাসার ওম !

কারণ

ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না...


দেবযানী

26/8/21