Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম: "ওর খুব পছন্দ ছিল বলেই"কলমে : পূর্ণিমা যোদ্দারতারিখ : ২৬/০৮/২০২১
ওর পছন্দ ছিল বলেই —ঊষার সঙ্গে করেছি সখ্যতার আঁতাতআজও ভোরের শিশিরে স্নাত হয়েচয়ন করি,ওরই প্রিয়ফুল;গাঁথি মালা,জুঁই-মালতীরউদিত রবির কিরণমালায়।ওর প…

 


শিরোনাম: "ওর খুব পছন্দ ছিল বলেই"

কলমে : পূর্ণিমা যোদ্দার

তারিখ : ২৬/০৮/২০২১


ওর পছন্দ ছিল বলেই —

ঊষার সঙ্গে করেছি সখ্যতার আঁতাত

আজও ভোরের শিশিরে স্নাত হয়ে

চয়ন করি,ওরই প্রিয়ফুল;

গাঁথি মালা,জুঁই-মালতীর

উদিত রবির কিরণমালায়।

ওর পছন্দ ছিল বলেই—

এখনো আলতো করে জলসিঞ্চিত এলোচুলে

গুঁজে নিই,একগুচ্ছ অর্ধপ্রস্ফুটিত রক্তকরবী।

এখনো  নিজেকে সাজাই সদ্যস্নাতা সিক্তবসনে

সিঁদুরের ফোঁটা জ্বল জ্বল করে

উদীয়মান নবারুণের মতো,প্রশস্ত ললাটে।

ওর পছন্দ ছিল বলেই—

চরণ যুগলে মঞ্জীর ধ্বনি লহরী তোলে,

শিঞ্জিনীর মিঠেল আওয়াজে মন্দ্রিত হয়,

আমার চিরচেনা দৈনন্দিন জীবনের পটচিত্র।

এখনো অপরাহ্নের আদুরে‌ আভায়

রাঙিয়ে নিই নিজেকে,গোধূলির শেষ অস্তরাগে।

অবগাহন করি প্রত্যাশার তুলাদণ্ডে,গহীন অমানিশায়।

জ্যোৎস্না প্লাবিত চাঁদনি রাতে নিজেকে ভাসাই

তোমার মন-যমুনায়,অনুভূতির নোঙর ফেলে।