Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#শিরোনাম : অচেনা স্টেশন#কলমে      : অমিতাভ#তারিখ      : ২৬-৮-২০২১************************তোমাকে আর বিশ্বাস করি না!তোমার সুমধুর কণ্ঠেইবেজেছিলো একদিন -"বৈদূর্যমণির মত চাঁদ উঠেছে আজ!বৃষ্টি শেষে হীরক জ্যোৎস্নায় মায়াবতীপৃথিবীর শ…

 


#শিরোনাম : অচেনা স্টেশন

#কলমে      : অমিতাভ

#তারিখ      : ২৬-৮-২০২১

************************

তোমাকে আর বিশ্বাস করি না!

তোমার সুমধুর কণ্ঠেই

বেজেছিলো একদিন -

"বৈদূর্যমণির মত চাঁদ উঠেছে আজ!

বৃষ্টি শেষে হীরক জ্যোৎস্নায় মায়াবতী

পৃথিবীর শরীরে ভাসে মাধুরীতে ।

চাঁদের সাথে আজ গন্ধ বদল

পাহাড়ের দীপমালা আর তিস্তার জলে

ডোবা চাঁদ যুগলবন্দীর ছবি আঁকছে!"

আমি বলেছিলাম -

"চল আমলকি বনের পথ পেরিয়ে,

পাহাড়ের সিঁড়ি ভেঙে, শঙ্খ জুঁই এর

উল্লাসে পায়ের পাতা ভেজাই।"


আর আজ? তুমি এক অচেনা স্টেশন!

তোমার চোখেই তো বিনাশের ওড়ানো

নিশান!

হাতের পাতায় বৃষ্টি বিন্দু ফেলে মেখেছো

বারুদের গন্ধ,

মাথায় তোমার ষড়যন্ত্র আর ধ্বংসের

বীজমন্ত্র!

কি করে তোমায় বিশ্বাস করি বলো?

হিম বাতাসে রক্ত স্তব্ধ হয়।

কি করে হবে এই বধ্যভূমি

একদিন সুন্দর গোলাপের বাগ?


একবার ফিরে আসো ভলোবাসার

মন্ত্র দিয়ে  এই বধ্যভূমির পৃথিবীকে

সুন্দর বাসযোগ্য করে তুলি আবার

✍️অকবি