দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম - আঁখি ঝরেস্বরবৃত্ত-4+4+4+4কলমে - মঞ্জুলা বর তারিখ-23.08.2021
মনটা দিলে ভালোবেসেমুখে ছিলো মিষ্টি হাসি, অভিমানে গেলে শেষেআঁখি জলে তাইতো ভাসি।
বলে ছিলে আমায় ছেড়ে যাবে নাকো কারোর পাশে, হৃদয় খানা…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম - আঁখি ঝরে
স্বরবৃত্ত-4+4+4+4
কলমে - মঞ্জুলা বর
তারিখ-23.08.2021
মনটা দিলে ভালোবেসে
মুখে ছিলো মিষ্টি হাসি,
অভিমানে গেলে শেষে
আঁখি জলে তাইতো ভাসি।
বলে ছিলে আমায় ছেড়ে
যাবে নাকো কারোর পাশে,
হৃদয় খানা নীরব কেড়ে
কষ্ট দিলে কান্না ভাসে।
আশার প্রদীপ দিয়ে জ্বেলে
ছেড়ে কেন গেলে চলে!
প্রেমের ফাঁদে মোরে ফেলে
ব্যথা দিলে কথার ছলে।
হৃদয় ঘরে কত কথা
সদাই জাগে নীরব সুরে,
বুকে লাগে ভীষণ ব্যথা
ভালোবাসা হৃদে পুরে।
নীরব বেদন হৃদয় ঘরে
জ্বলে শুধু তুষের মতো,
মনটা কাঁদে প্রেমের তরে
আঁখি ঝরে ভাসে ততো ।।