Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম - মুক্তাকলমে-হেনা২৩.০৮.২০২১
মুক্তা                            ________ মুক্তা একটি আদরের নাম, ভালোবাসার নাম, ঝিনুকের বুকে তিল তিল করে তৈরী হয় মুক্তা।সব ঝিনুকে আবার মুক্তা পাওয়া যায় না,সবাই আবার সে…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

শিরোনাম - মুক্তা

কলমে-হেনা

২৩.০৮.২০২১


মুক্তা

                            ________

 মুক্তা একটি আদরের নাম, ভালোবাসার নাম, 

ঝিনুকের বুকে তিল তিল করে তৈরী হয় মুক্তা।

সব ঝিনুকে আবার মুক্তা পাওয়া যায় না,

সবাই আবার সেই ঝিনুকের মুক্তা খুঁজে ও পায় না।

কারো কারো ভাগ্যে জুটে মুক্তা, তারা সৌভাগ্যবান।

আমি এক মুক্তাকে চিনি, বেশ বহু বছর আগেই 

পথ চলতে চলতে পরিচয় হয়ে ছিল মুক্তার সাথে।

ছোট থেকেই মেয়েটি একটু অন্য রকম, উদার মনের, লড়াকু, মুক্ত , প্রকৃতির প্রতি গভীর প্রেম ।

মুক্তার খুব ইচ্ছে ছিল, একদিন ঝিনুকের খোলসটা 

থেকে বের হবে, পা রাখবে সৈকতে ।

ঠিক কোনো এক গোধূলি বেলায় ধীরে ধীরে খোলস ছেড়ে বেড়িয়ে মুক্তা পা রাখলো সৈকতে।

চারদিক তখন জনমানব শূন্য, কেউ কোথাও নেই,

মুক্তার মাথার উপর নীলাকাশ, সামনে নীল সমুদ্র।

প্রাণ ভরে নিঃশ্বাস নিল, মনের আনন্দে পুরো সৈকতে এঁকে দিলো মুক্তার মুক্তির পবিত্র পদচিহ্ন।

আজ সেই মুক্তার জন্মদিন, না ঠিক সেই জন্মদিনটি নয়, যেদিন ঝিনুকে তিলে তিলে জমা হয়ে জন্ম হয়েছিল, আজ তার পূনর্জনম।

মুক্তার জন্মদিনে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা ❤️❤️❤️❤️❤️❤️❤️।

মুক্তা , তুমি যেখানেই থাকো ভালো থেকো।

জন্মদিনে আজ পুরো সৈকত তোমার, এঁকে দাও তোমার পবিত্র পদচিহ্ন,ভেসে যাক তুমি বিহীন ঝিনুকটি জোয়ার জলে।❤️❤️


          লেখা-হেনা

আগরতলা, ত্রিপুরা, ভারত