শিব-শিবানীর লীলা খেলাকলমে-মনোজ ভট্টাচার্য্যতারিখ-৩০/০৭/২০২১=≠=================দ্যাখরে, শিব-শিবানী বইসে আছেন, কৈলাসের ওই চূড়োতে । ও বাবার মনটা ভালো গড়ল খেলো,নইলে মরতো যে লোক ধরাতে,দ্যাখরে শিব-শিবানী বইসে আছেন কৈলাসের ওই চূ…
শিব-শিবানীর লীলা খেলা
কলমে-মনোজ ভট্টাচার্য্য
তারিখ-৩০/০৭/২০২১
=≠=================
দ্যাখরে, শিব-শিবানী বইসে আছেন, কৈলাসের ওই চূড়োতে ।
ও বাবার মনটা ভালো গড়ল খেলো,
নইলে মরতো যে লোক ধরাতে,
দ্যাখরে শিব-শিবানী বইসে আছেন কৈলাসের ওই চূড়োতে।
দেখো মায়ের কত গুন,
ও বাবার কপালে আগুন,
সেই আগুনে জ্বলে পুড়ে, ভষ্ম যে মদন।
রতি ছিল সত্যি সতী, তাই ফিরল গেয়ে বাবার মতি,
সতীকে পেয়ে কৃপা করে,
ফিরিয়ে দিল রতির পতি।।
ও বাবা ভিক্ষে করতে যায়,
পিছে নন্দী-ভৃঙ্গী ধায়,
সিদ্ধি খেয়ে বুদ্ধি করে,
মায়ের চোখ এড়ায়।।
বাবা ভষ্ম মেখে বসে থাকেন,
গলায় সাপের বের,
হাড়ের মালা পড়ে থাকেন,
মায়ের হল ফের।
তাই অন্নপূর্ণা অন্য হরেন,
লোকেরা অভাবে পড়ে,
খেতে না পেয়ে,
বুড়োশিব কে গালাগালি করে।
বাবা খিদের জ্বালায় কাতর হয়ে,
ফেরেন সবার ঘরে ঘরে,
অবশেষে মিলল আহার,
জগন্মাতার বরে।
বিশ্বেশ্বর স্মরণ করেন ,
বিশ্বেরী রে,
হরগৌরীর মিলন হল
একই শরীরে।।
দ্যাখরে শিব-শিবানী বইসে আছেন, কৈলাসের ওই চূড়োতে।।
=================≠=