Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সাহিত্য প্রতিযোগিতাবিষয়: উন্মুক্তশিরোনাম: আক্ষরিক স্বাধীনতা কলমে: তন্ময় হালদারতারিখ:১৬/০৮/২০২১
শিকল ভাঙা বন্দি আজশুধুমাত্র অভিধানিকতায় স্বা-ধী-ন ৷যদিও সে ছিল নির্দোষমুক্তির স্বাদ তার যোগ্য প্রাপ্তি ৷কিন্তু মুক্তির স্বাদে …

 


দৈনিক সাহিত্য প্রতিযোগিতা

বিষয়: উন্মুক্ত

শিরোনাম: আক্ষরিক স্বাধীনতা 

কলমে: তন্ময় হালদার

তারিখ:১৬/০৮/২০২১


শিকল ভাঙা বন্দি আজ

শুধুমাত্র অভিধানিকতায় স্বা-ধী-ন ৷

যদিও সে ছিল নির্দোষ

মুক্তির স্বাদ তার যোগ্য প্রাপ্তি ৷

কিন্তু মুক্তির স্বাদে আস্বাদিত হয়ে ,

প্রকট হল তার বিস্ফারিত চেহারা

প্রকট হল তার আপন সত্তা ৷

বন্দিদশা অনেক বেশি "শৃঙ্খলাময়"

একথা যুক্তিবাদের দরবারে 

শুধুই বিতর্কিত ৷

বন্দীত্ব "সুখের নয়" ৷

স্বাধীনতার ঘেরাটোপে একটাই বর্ম

যা কেবল স্বা-ধী-ন এর বৈপরীত্য ৷

মুক্তির স্বাদ পেতে ভিজে গেল

মেদেনী রুধির ধারায় ,

ঝরে গেল না ফোটা ফুলের মুকুল ,

প্রস্ফুটিত কুসুম ছিন্নভিন্ন হল

সেসব আত্মত্যাগ ইতিহাস মাত্র ৷

সময়ের অগ্রগতি মুক্তির স্বাদকে

তিক্ততায় পরিপূর্ণ করেছে ৷

আজও বা-মা নয় নিরাপদ 

অস্তগামী সূর্যের অনুশরণে ৷

ক্ষুধার অন্নের বৈষম্য ,

কানুন অর্থের সমীপে,

ভঙ্গুর ভাষার প্রতিবাদে উচ্ছসিত

মুক্তিকামীদের পবিত্র ভূমি 

সময়ের নিগড়ে, তাই আজও পরাধীন ৷৷