কবিতা :- শ্রাবণ তোমাকে দিলাম🍁কলমে :- রাজীব মুখার্জী।তারিখ :- ২রা আগষ্ট ২০২১.
আমার সবটুকু শ্রাবণ তোমাকে দিয়ে বৈশাখের রোদ্দুরটা আমি যেচে নিলাম ,উড়ো মেঘের পশলা বৃষ্টি তোমার প্রিয় ---তাই সবটা বৃষ্টি আমি তোমাকেই দিলাম।
আমার ভাবনা গুলো …
কবিতা :- শ্রাবণ তোমাকে দিলাম🍁
কলমে :- রাজীব মুখার্জী।
তারিখ :- ২রা আগষ্ট ২০২১.
আমার সবটুকু শ্রাবণ তোমাকে দিয়ে
বৈশাখের রোদ্দুরটা আমি যেচে নিলাম ,
উড়ো মেঘের পশলা বৃষ্টি তোমার প্রিয় ---
তাই সবটা বৃষ্টি আমি তোমাকেই দিলাম।
আমার ভাবনা গুলো মেঘ হোত যদি
তোমাকে ভেবে নিতাম তৃষ্ণার্ত চাতক ,
যে চোখের তারায় তোমার প্রতীক্ষা থাকে
বৃত্তের বাইরে খুঁজি সেই দুটি চোখ ।
আশ্বিনের কুয়াশা আর কার্তিকের হিম
দুুটো হাত দিয়ে তাকে নিত্যই ছুঁয়ে যাও ,
সবুজ ধানের বুকে বয়ে যাওয়া ঢেউ নিয়ে
স্বপ্নের অঙ্গনে তুমি নতুন বাসর সাজাও।
সপ্ত পাতালের গভীরতার চেয়েও বেশি --
তোমার মনের অন্তহীন গভীরতার তল ,
আমি তার দিশা খুঁজে পাইনি কখনও
তবুও নিরুচ্চারে দিয়েছি নীল শতদল ।
আমার শ্রাবণটুকু রেখে দিও যত্ন করে
তোমার সকল কাজ হয়ে গেলে সারা ,
মিশিয়ে নিও শেষ বেলাতে যখন নামবে
অজান্তেই ঐ দুচোখে অবাধ্য শ্রাবন ধারা।।
----------------------------------------------------