#কবিতা#শিরোনাম - সন্তাপ#কলমে- রতন সরকার।#তারিখ -০২/০৮/২১
নিবিড় ছুঁয়ে ছিলাম তোমাকেজেগে ওঠে সন্তাপ,নিরন্তর পুড়ে ছাই জলন্ত অগ্নিশিখা,অবশেষ ভেসে যায় জলের স্রোতে।
সুপ্ত ইচ্ছেরা জেগে উঠে বারবার,সমৃদ্ধ অনুভূতিরা তোমার, হাতছানি দেয় সব…
#কবিতা
#শিরোনাম - সন্তাপ
#কলমে- রতন সরকার।
#তারিখ -০২/০৮/২১
নিবিড় ছুঁয়ে ছিলাম তোমাকে
জেগে ওঠে সন্তাপ,
নিরন্তর পুড়ে ছাই জলন্ত অগ্নিশিখা,
অবশেষ ভেসে যায় জলের স্রোতে।
সুপ্ত ইচ্ছেরা জেগে উঠে বারবার,
সমৃদ্ধ অনুভূতিরা তোমার, হাতছানি দেয় সবুজ বনে।
প্রান্তরের লীন কথারা পরিসর পেয়ে ব্যাপ্ত হয় চক্রবালে।
ফিরে ফিরে আসে নদী উপকূলে।
সবুজ পাতায় ছেয়ে যায় বিকেলের আলো ছায়া,
উজ্জীবিত প্রাণের অনুরণন ঝড় তোলে গহীন বন বীথিকায়।
বনস্পতির শাখায় শাখায় সোহাগ স্পন্দন,
নতুন সৃষ্টির অপ্রতিরোধ্য আহ্বানে কিশলয় প্রাণে তোলে ঝঙকার,
নিবিষ্ট চেতনায় বাঁধা পড়ে অরণ্যের প্রতিশ্রুতি।
দিগন্তের বিস্তার ছুঁয়ে চৈতন্যের আকাশে নীলাম্বরী আবেশ,
আবিষ্ট নবীন তরুদলে সংবেদন সমাবেশ,
বার্তা হয়ে বেদিত তরঙ্গ আছড়ে পড়ে পাহাড়ী ঝর্ণায়।
বিন্দু বিন্দু সিন্ধু কথা সন্নিকর্ষ সমর্পণ
স্রোতের ধারাপথে বাজে ফোয়ারার কলকীর্তন,
মোহনার মিলনমেলায় হৃদয়ের বিগলিত মূর্ছনা লিখে রাখে সাগর কথা,
ভেসে যায় চরাচর-----।
ঠিকানা: গ্রাম+পোস্ট- কালজানী
জেলা: কোচবিহার
পশ্চিমবঙ্গ।
পিন: 736133