Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

হার্দিক ডাক              মনোজ কুমার রথ (02-08-2021)_______________________________________
কোথায় তুমি কোথায় বল আমি,মধ্যিখানে কত্তখানি ফাঁক;অদৃশ্যতে হাসেন অন্তর্যামী,কি নিদারুণ পথটা নিয়েছে বাঁক! 
দূরত্বটা আজকে বিষম বেশি,দেখাশোনায় ত…

 


হার্দিক ডাক

              মনোজ কুমার রথ (02-08-2021)

_______________________________________


কোথায় তুমি কোথায় বল আমি,

মধ্যিখানে কত্তখানি ফাঁক;

অদৃশ্যতে হাসেন অন্তর্যামী,

কি নিদারুণ পথটা নিয়েছে বাঁক! 


দূরত্বটা আজকে বিষম বেশি,

দেখাশোনায় তাই ঘোষনা খরা;

কতটাকাল হয় না ঘেষাঘেষি,

সম্পর্কতে তাই কি জং ধরা! 


বাইরে অঝোর বৃষ্টি ঝরে দেখি,

ভেতরঘরটা শুকনো ফুঁটিফাটা; 

ঈলিশ জোগাড় তবুও হায়! একি! 

উনুন ক্ষুধায়- হয়নি সরষে বাঁটা!! 


একটু না হয় এগিয়ে গেলাম আজ,

তাকিয়ে দেখো আকাশ করেছি বুক;

ভালবাসি, তা বলতে তো নেই লাজ,

মেঘের মতো রাখলে প্রসন্ন মুখ।


পাতায় পাতায় বৃষ্টি নাচছে দেখো,

মেঘমল্লার সুরের কেমন বাদ্য;

তেমন গান একটি আবার লেখো,

প্রেমটা পাবে পুরানো গতিজাড্য। 


নাচবে গাইবে জলসা দিনে-রাতে, 

মঞ্চ বাঁধা হয়েছে দেখো সারা;

কলঙ্ক পাঁক? কিইবা আসে তাতে! 

জেনেছে, জানুক পাঁচজনা পাঁচপাড়া।


চাইলে তুমি পুরোই এগোতে রাজি,

দূরত্ব বিদায় মাঝের ওই যে ফাঁক;

মান অভিমান এসো না এবার ত্যাজি,

সোজা করে নিই বেদনাদায়ক বাঁক।


                                  *** ***

                                   ম.কু.র.