Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেশপুরের বন্যাকবলিত এলাকায় কুইজ কেন্দ্রের ত্রাণ বিলি..

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... কেশপুর ব্লকের বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার সংগঠনে…

 



 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... কেশপুর ব্লকের বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার সংগঠনের পক্ষ থেকে কেশপুর ব্লকের ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের কুড়েল্যা গ্রামে তিরিশটি পরিবারের হাতে শুকনো খাবার এবং আটটি পরিবারের হতে শুকনো খাবার ও ত্রিপল তুলে দেওয়া হয়।


এদিনের কর্মসূচিতে কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন স্নেহাশিস চৌধুরী, সুভাষ জানা, চঞ্চল হাজরা, অরিন্দম দাস, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সত্যজিৎ ঘোড়াই প্রমুখ।গ্রামবাসীদের তরফে উপস্থিত ছিলেন সমাজসেবী ভাস্কর চৌধুরী, জয়দেব দোলই, বংশী অধিকারী, নবীন জানা প্রমুখ। ‌পাশাপাশি এলাকার মানুষের দাবি মেনে এদিনই এই এলাকার আরো কিছু পরিবারের হাতে শুকনো খাবার ও ত্রিপল দেবার ব্যবস্থা করে আসেন কুইজ কেন্দ্রের সদস্যরা।উল্লেখ্য গত শুক্রবার কেশপুর ব্লকের বাঁকাবাড় সংসদেও বেশকিছু বন্যা দুর্গত পরিবারের হাতে তাৎক্ষণিক ভাবে শুকনো খাবার তুলে দেওয়া হয়েছিল মেদিনীপুর কুইজ কেন্দ্র পক্ষ সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে।