Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম - তোমাকে পেয়েকলমে - গৌরী ঘোষতারিখ- ১৮/৮/২০২১***********************ভালোবেসে ছুটছি নীলে ডাকছে মেঘের রেণু, বৃষ্টি ধারায় বাজছে সুরে হৃদ মাঝারের বেণু। 
সেথায় যাবো মিলেমিশেতোমার নয়ন জুড়ে, আঁকব কথা ঢেউ খেলানোপাহাড়,নদী,সমুদ…

 


শিরোনাম - তোমাকে পেয়ে

কলমে - গৌরী ঘোষ

তারিখ- ১৮/৮/২০২১

***********************

ভালোবেসে ছুটছি নীলে 

ডাকছে মেঘের রেণু, 

বৃষ্টি ধারায় বাজছে সুরে 

হৃদ মাঝারের বেণু। 


সেথায় যাবো মিলেমিশে

তোমার নয়ন জুড়ে, 

আঁকব কথা ঢেউ খেলানো

পাহাড়,নদী,সমুদ্দুরে। 


বেখেয়ালী ইচ্ছে গুলোর

ঠোঁটের কোণে হাসি, 

হরেক স্মৃতি জড়িয়ে নদে

হাপিত্যেশে ভাসি। 


উষ্ণ চোখের দৃষ্টি গুলো

গহিন দেশের মাঝে, 

 শিষ্ট মনে মৃদুল সোহাগ

পরশমণির সাজে।


রাগ,অনুরাগ,আবেগ সাথে

জড়িয়ে রবে তুমি, 

তোমার মাঝের রামধনু টা 

আমার হৃষ্ট ভূমি।