Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপননিষ্ঠুর মানবতা        সুব্রত রুদ্র ৩১/০৭/২০২১
মানবতা আজ নিমজ্জিত              প্রায় মানুষের অন্তরে,এখন শুধু ব্যস্ত তারা               নিজ জীবনের তরে।কেউ হয়েছে কোটিপতি              কেউ হয়েছে আমির,লোভের বশে হয়ে তা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

নিষ্ঠুর মানবতা

        সুব্রত রুদ্র ৩১/০৭/২০২১


মানবতা আজ নিমজ্জিত

              প্রায় মানুষের অন্তরে,

এখন শুধু ব্যস্ত তারা

               নিজ জীবনের তরে।

কেউ হয়েছে কোটিপতি

              কেউ হয়েছে আমির,

লোভের বশে হয়ে তারা

            করে ধনের জিকির।

কত মানুষ অনাহারে

           দিন কাটাচ্ছে পথে,   

আমরা কি তার খবর নিচ্ছি

            স্বার্থের এই জগতে?

মানুষ যদি সৎ পথে

         করত তাদের আয়

কয়জনে’বা বাস করত

        দু'- চার - পাঁচ তলায়? 

এত সম্পদ গড়ে কে’জন

         ওপারে নিয়ে যায়,

তাহলে কেন করছি কৃপন

          সেবার মানবতায়?

নিজ অবস্হানে থেকে সবাই

           আসব সেবা’ই এগিয়ে,

তাহলে’তো মানবধর্ম

            হৃদয়ে থাকবে জাগিয়ে।

কত দানবীর, কত মহীয়সী

              শিখিয়ে দিয়েছে মোদের।

না’হলেতো মাদার তেরেসা,মহসীন

            স্হান পেত’না হৃদয়ের।

গরীব- দু:খী অসহায়দের

              বিলিয়ে দিলে মমতা,

পৃথিবী হবে শান্তিময় আর

             বেঁচে রবে মানবতা।