Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - অদৃশ্য।কবি - অরিজিতা ঘোষ।তারিখ- ১৬.০৮.২০২১.
কিছু কি আছে বলার?হয়ত আছে কিছু বলার? হয়ত বা প্রশ্ন আছে নিজেরই নিজের কাছে।আমি কে?আমি কি নিছকই একটি নাম?নাকি আছে কিছু অবশিষ্ট?"আমি&qu…

 


সৃষ্টি সাহিত্য যাপন।

বিভাগ - গদ্য কবিতা।

শিরোনাম - অদৃশ্য।

কবি - অরিজিতা ঘোষ।

তারিখ- ১৬.০৮.২০২১.


কিছু কি আছে বলার?

হয়ত আছে কিছু বলার? হয়ত বা প্রশ্ন আছে নিজেরই নিজের কাছে।

আমি কে?আমি কি নিছকই একটি নাম?নাকি আছে কিছু অবশিষ্ট?

"আমি"- সে তো হারিয়েছে এক যুগ আগে।

পলির পরতের মত "আমি"র স্বপ্নতেও পড়েছে চাদর।

আর সেই একের পর এক চাদরে স্বপ্নগুলো আজ অস্পষ্ট,মৃত।।

কোনো এক সময় আমিও ছিলাম বেঁচে,স্বপ্নগুলোও ছিল রঙীন।

ছন্দের তালে আমার মনেও লাগতো ময়ূরের পেখম।

টিপ টিপ বৃষ্টির ছোঁয়ায় আমার মন যেত হারিয়ে,মন খুঁজতো মনেরই সঙ্গী।।

কিন্তু চাদরের চাপে ময়ূরের পেখম গেলো ছিঁড়ে,ছন্দের তাল গেলো হারিয়ে।

তাকিয়ে তাকিয়ে দেখলাম - স্বপ্নগুলো ক্রমশ মরতে মরতে হলো বিলীন।।

আজ একের পর এক চাদরে আমিও গেছি হারিয়ে,আমি হয়েছি কঠিন,হয়েছি অপরিচিতা।

এই অপরিচিতার হাজারো নাম,বিভিন্ন নামে বিভিন্ন স্রোতে সে হয় প্রবাহিত।

কখনো সে শান্ত,কখনো যাদুকর আবার কখনো তাণ্ডবধারী।।

শুধুই অপরিচিতা,তবে এই অপরিচিতার মনটা কোথাও ছিল লুকানো।

কিন্তু তা জাদু,তাই জাদুর লাঠিতে মনটাও আজ অদৃশ্য।

আর এই অদৃশ্যতার সঙ্গে সঙ্গে সব বলার হয়েছে শেষ।

আমি হয়েছি অদৃশ্য,আর তার জায়গা নিয়েছে আর এক আমি।।

-----------------*---------------