সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম -- স্মৃতির আড়ালে তোমায় খুঁজিকলমে -- সুদেষ্ণা বোস তারিখ-- ১৭/০৮/২০২১
তুমি হারিয়ে গেছো অজান্তেই জীবনের স্রোতের টানে,তুমি আমার স্মৃতির পাতায়,আছো ভাঙা মনের কোণে।পুরাতন স্মৃতি রোমন্থন করা চিরদিনের এক অভ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম -- স্মৃতির আড়ালে তোমায় খুঁজি
কলমে -- সুদেষ্ণা বোস
তারিখ-- ১৭/০৮/২০২১
তুমি হারিয়ে গেছো অজান্তেই জীবনের স্রোতের টানে,
তুমি আমার স্মৃতির পাতায়,আছো ভাঙা মনের কোণে।
পুরাতন স্মৃতি রোমন্থন করা চিরদিনের এক অভ্যাস,
ধূসর স্মৃতি তবু রঙীন হয়ে ওঠে বর্তমানের ক্যানভাস।
তুমি মিশে আছো আমার জীবনের সুখস্বপ্নের স্মৃতিতে,
আমার হৃদয়ের শিরা উপশিরার প্রতিটি রক্ত বিন্দুতে।
মিষ্টি সম্পর্ক,অনুভূতি,আবেগ ও ভালোবাসার কবিতা,
স্বান্তনা দেয় মনকে,ফেলে আসা সেইসব স্মৃতির পাতা।
কিছু সুখের স্মৃতি কিছু দুঃসহ জীবনের কষ্ট ও বেদনা,
কখনো প্রেমে পূর্ণতা কখনো ভালোবাসার তীব্র যন্ত্রণা।
তোমার স্মৃতিরা ঘুরে ফিরে পিছু ডাকে সদাই বারবার,
একাকীত্ব হৃদয় জুড়ে থাকে শুধু মায়াবী স্মৃতির বাহার।
তুমি আছো স্মৃতির পাতায়,হোকনা কল্পনা বা বাস্তবতা,
তোমার স্মৃতি রোমন্থন করেই কলম লিখে চলে কবিতা।
তুমি মিশে আছো অন্তরের অব্যক্ত অভিমানের খাতায়,
ভালোবাসা মিশে আছে মিষ্টি অনুভূতির স্মৃতির পাতায়।
তোমার স্মৃতিরা রঞ্জিত করে সকালের ঘুম ভাঙা চোখ,
তোমার স্মৃতিতেই নিদ্রাহীন আঁখি,কান্না জড়ানো শোক।
তুমি আছো বর্ষার সন্ধ্যায় দুরন্ত বৃষ্টির অঝোর ধারাতে,
স্মৃতির পাতায় তুমি সকাল, দ্বিপ্রহর ,সন্ধ্যা ও রজনীতে।