#সৃষ্টি_সাহিত্য_যাপন কবিতা - বিষহরি কলমে - পিনাকী মুখার্জী তারিখ - ১৭/০৮/২০২১ ************************************************ পোড়া গন্ধ মাখছে শরীর , …
#সৃষ্টি_সাহিত্য_যাপন
কবিতা - বিষহরি
কলমে - পিনাকী মুখার্জী
তারিখ - ১৭/০৮/২০২১
************************************************
পোড়া গন্ধ মাখছে শরীর ,
জ্বলছে অবুঝ মন !!
উপড়ে ফেলে বিষের বাতাস ,
কত সুখী গৃহকোণ !!
দেখ , বাজের মাঝে পড়েছে
চাপা , হাজার আবেদন !!
মা মা বলে , কাতর
ডাকের , করুণ নিবেদন !!
ওপর থেকে তাকিয়ে দেখ ,
পৃথিবীটা আজও নীল !!
শান্ত ঝোরা , সংজ্ঞা বিহীন
নদী সাগর ঝিল !!
তাইতো সবাই স্নেহের ছোঁয়ায় ,
হতে চায় ধন্য !!
এমন বলি , বিষের থলি
শূন্য রে শূন্য !!
*************************************************