Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম:- রাগ ঝিঁঝোটি কলমচি:- লিপি কুশলী ইন্দ্রনীল বসু, কবিরত্ন, সাহিত্য রত্ন ৩১|৪৷১৪২৮¤ ১৭|৮|২০২১সৃষ্টি সাহিত্য যাপন মহা প্রলয়ের বেগ,মৃত্যুভয় বনানীর ডালে ডালে ,শোণিত পিয়াসী বাদুড় পালে পালে শীতল- নীল মরণ -…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

শিরোনাম:- রাগ ঝিঁঝোটি 

কলমচি:- লিপি কুশলী ইন্দ্রনীল বসু, কবিরত্ন, সাহিত্য রত্ন 

৩১|৪৷১৪২৮¤ ১৭|৮|২০২১

সৃষ্টি সাহিত্য যাপন 

মহা প্রলয়ের বেগ,

মৃত্যুভয় বনানীর ডালে ডালে ,

শোণিত পিয়াসী বাদুড় পালে পালে 

শীতল- নীল মরণ - মৌনরাশি 

             ধ্বংস প্রত্যাশী 

হায়নার মতো আছে, যেন, ওৎ পেতে 

               নিকষ কালো আঁধারেতে--

কত কালো ঝাঁক 

শকুনের দল সব, খাইতেছে পাক।

শীতল মৃত্যু ছোঁয়া তাহাদের ডানার 'পরে 

বিভীষিকা ছড়ায় লোকান্তরে 

ছিন্নমুন্ড লয়ে সব চলিয়াছে উড়ে 

ডাকিনীর কোলাহল, মৃত্যুপুরি জুড়ে ।।