Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- সুখ চাবিকলমে-মধুমিতা হালদারতারিখ-১৬/৮/২০২১
সুখ চাবিটা কোথায় যে হারিয়ে গেল কে জানে?? যদি সবার ঝোলা থেকে একটু একটু করে সুখ চেয়ে নিই কেমন হবে? 
        চুরি করবো না!! 
আমিও কি সুখের খোঁজ করতে পারি না!! নাক…

 



সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম- সুখ চাবি

কলমে-মধুমিতা হালদার

তারিখ-১৬/৮/২০২১


সুখ চাবিটা কোথায় যে হারিয়ে গেল কে জানে?? 

যদি সবার ঝোলা থেকে একটু একটু করে সুখ চেয়ে নিই কেমন হবে? 


        চুরি করবো না!! 


আমিও কি সুখের খোঁজ করতে পারি না!! 

নাকি সুখ টাকায় ওজন হয় বলে আমি চাইতে পারি না। 

সেই সুখের চাবিটা যে খুব দামী। 

অযথা হাত পাততে নেই। 

যার তার কাছে ভিক্ষে করে না।

বন্দী খাঁচায় বন্দী থাকে।

উঁকি ঝুঁকি দেয় নীরব দুঃখেরা,আয়নার আবডালে।

ভালোবেসে সুখের ঘরে আস্তে আস্তে দুঃখের ছায়া সরিয়ে খুশির জোয়ারে গা ভাসিয়ে সুখ পেতে হয়।

জোর করে ছিনিয়ে সুখের চাবিটা আদায় করা যায় না। 

যতই চেষ্টা করো খারাপ সময়ে হারিয়ে একা করে  চলে যায়।সুখ কুড়োতে কুড়োতে যদি সুখের চাবিটা কোনদিন ধরা দেয়, আঁচলে শক্ত গিট দিয়ে যত্ন করে বেঁধে রাখবো। 

সবার ভালোবাসার যে সুখ চাবিটার খোঁজ করছি সেটার প্রতীক্ষায়, প্রহর গুনবো ।অনেক যত্নে মনের চোরা জমিতে সুখ লুকিয়ে রাখবো।