Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা—শ্রাবণ ৷শক্তি কুন্ডু ৷
শ্রাবণ এলেই বৃষ্টি আমায় ডাকতে আসে,বলে,ভিজবি না তুই ?আমি বলি শুকিয়ে যাওয়া মনের ঘরে বেশ তো আছি !আবার কেন?বন্যা জলে ভেসে গেলে কে নেবে খোঁজ ,কে নেবে বল, ভাসতে ভাসতে কোথায় গেলাম ,কোথায় কখন ডুবে গেলাম ,তল হা…

 


কবিতা—শ্রাবণ ৷

শক্তি কুন্ডু ৷


শ্রাবণ এলেই বৃষ্টি আমায় ডাকতে আসে,

বলে,ভিজবি না তুই ?

আমি বলি শুকিয়ে যাওয়া মনের ঘরে 

বেশ তো আছি !

আবার কেন?

বন্যা জলে ভেসে গেলে কে নেবে খোঁজ ,

কে নেবে বল, ভাসতে ভাসতে কোথায় গেলাম ,

কোথায় কখন ডুবে গেলাম ,

তল হারালাম!!

ডুবে যাওয়ার দোষ ধরলো কারা আমার ,

কারা ই বা এই একঘরেতে রেখে দিলো

 দিন প্রতিদিন!!

বৃষ্টি বলে ছাড়তো ওসব ,

ওদের কথায় কান দিসনা ..ভিজতে ভালো লাগলে ভিজিস ,

মনের থেকে ভালো থাকিস ,

সুগন্ধ কি ওরা সবাই ,

যে ওদের গন্ধ কথা গায়ে মাখিস!


শ্রাবণ যখন উঠোন জুড়ে রিনিরিনি শব্দ তোলে,

জানলা খোঁজে ,ঝাপটা মারে 

পূর্বরাগের মতো করে ,

অভিসারে তুই ও তখন মন ভেজাবি ...জীবন নদী বইয়ে নিবি ,

কারা কোথায় দোষ খুঁজছে ,কারা কোথায় পাঁক ঘাটছে ,তোর তাতে কি !!

শুকনো ঘরে বসে বসে কি হবে বল!

ঝড়তো আসেই মেঘ করলে 

উলোটপালোট নতুন তো নয় !

হাওয়ায় হাওয়ায় কত খবর ভেসে আসে

কে রাখে বল সে সব খবর যত্ন করে...!