Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

স্মৃতির ছবিকৃষ্ণা গুহ
স্মৃতির জানালায় জলছবি আঁকে মেঘের বিকেল,মেঘ নীল আকাশটা ঝুঁকে পড়ে দিগন্তের আঁচলে ,রোদের শেষ ওম পেতে!!
ধীরে ধীরে ম্লান হয় গোধূলি আলো।শুরু হয় টুপ টাপ জল কেলির আওয়াজ!!মন জানেনা,এ কিসের আগাম আভাস?ঝুঁকে পরা শিরদাঁড়ায়…

 


স্মৃতির ছবি

কৃষ্ণা গুহ


স্মৃতির জানালায় জলছবি আঁকে মেঘের বিকেল,

মেঘ নীল আকাশটা ঝুঁকে পড়ে দিগন্তের আঁচলে ,

রোদের শেষ ওম পেতে!!


ধীরে ধীরে ম্লান হয় গোধূলি আলো।

শুরু হয় টুপ টাপ 

জল কেলির আওয়াজ!!

মন জানেনা,এ কিসের আগাম আভাস?

ঝুঁকে পরা শিরদাঁড়ায় প্রশ্বাস স্ফীত হয়

কেন এ আসন্ন ভয় ?

মেঘের আড়ালে লুকিয়ে এ কি খেলা চলে---


জানালায় দাড়িয়ে বিহ্বল মন অব্যাক্ত ব্যাথায়

অভিমানে মুখ ঢাকে!!

ব্যাকুল মন  আজ গভীর তন্ময়তায় হাতছানি দেয়

বারে বারে।