Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন শিরোনাম : সোনার তরী।কলমে-শান্তি দাস তারিখ_২৬\০৮\২১
পৃথিবীর বুকে জন্মিলেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়, সবাই চায় তার তরণী ভরিতে নতুন ফসল ফলাইয়ে। আশার সোনার তরী লয়ে আকাশ ডানায় যায় ভেসে, সেই সোনার তরী বইয়ে নিতে …

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

শিরোনাম : সোনার তরী।

কলমে-শান্তি দাস

 তারিখ_২৬\০৮\২১


পৃথিবীর বুকে জন্মিলেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়, 

সবাই চায় তার তরণী ভরিতে নতুন ফসল ফলাইয়ে। 

আশার সোনার তরী লয়ে আকাশ ডানায় যায় ভেসে, 

সেই সোনার তরী বইয়ে নিতে সারা জীবন ধরে।


যখন কাল ঘনিয়ে এসেছে চারিদিকে জল বেড়ে উঠেছে, 

যখন অব্যক্তের মধ্যে তার ঐ চরটুকু তলিয়ে যাবার সময়। 

সমস্ত জীবনের কর্মের যা কিছু তার নিত্যের ফল, 

সে ঐ সংসারের তরণীতে বোঝাই করে নিতে পারে। 

সংসারের সমস্তই নেবে এক কণা ও ফেলে দেবে না, 

আমাকে নাও আমাকেও রাখো তখন সংসারে জায়গা কোথায়। 


জীবনের ফসল যা রাখার তাই রাখবো কিন্তু তুমি যোগ্য নও, 

প্রত্যেক মানুষ জীবনের কর্মের দ্বারা সংসারে দান করেছে নষ্ট হতে দেয়নি, 

কিন্তু মানুষ যখন অহংকেই চিরন্তন করে রাখতে চায় তখন চেষ্টা বৃথা যায়। 

যে জীবন ভোগ এই অহংকেই খাজনা খাজনা স্বরূপ মৃত্যুর  দুয়ার যেতে হবে।