Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

#বিভাগ_কবিতা #শিরোনাম_গুগল_ঊর্মিমালা#উৎপল_রাউত০২/০৮/২১"""""""""""""""""""দেবী সরস্বতী এতো চিন্তিত কেন?তোমার সিংহাসন কম্পমান?তোমার বিরস…

 


#বিভাগ_কবিতা 

#শিরোনাম_গুগল_ঊর্মিমালা

#উৎপল_রাউত

০২/০৮/২১

"""""""""""""""""""

দেবী সরস্বতী এতো চিন্তিত কেন?

তোমার সিংহাসন কম্পমান?

তোমার বিরস বদন কেন?

আশঙ্কার সাঁঝের আঁধার নেমেছে

কেন তোমার প্রস্ফুটিত পুষ্প আননে?


জ্ঞানের ভান্ডার তোমার অজ্ঞাতেই

কি স্থানান্তরিত হল

ক্যালিফোরনিয়া'র সিলিকন ভ্যালিতে?

জ্ঞান আহরণে কেউ কি 

তোমার শরণাপন্ন হচ্ছে না?

তোমাকে স্মরণ করছে না কেউ?

মনে হয় সকলেই যেন

সটান পেজ - ব্রিন বন্ধুদ্বয়ের

প্রতিষ্ঠানের কড়া নাড়ছে।

তোমার কদর কি কিছু কমছে?


আমাদের'ই আর দোষ কি বলো

দেবী সরস্বতী?

আমরা বড্ডো কুঁড়ে হয়ে গেছি,

তৎক্ষনাৎ কিছু জানার তাগিদে

আর আমাদের আঁধারে

ছুঁচ খুঁজতে হয় না,

ব'ইয়ের পাহাড়ে বৈশল্যকরণী

বৃক্ষ খুঁজতে এখন আর

গন্ধমাদন  আনতে হয় না।


দেবী সরস্বতী, আমাদের হাতে এখন

আশ্চর্য প্রদীপ,‌ঘষলেই দানো হাজির,

দৈত্য রূপি গুগলকে প্রশ্ন করলেই

নিমেষে উত্তর নিয়ে হাজির

গুগল।

তাহলেও বলব --

সর্বজ্ঞ হতে পারো গুগল তুমি,

তুমি হতে পারো সবজান্তা পটলচাঁদ,

বিশ্বের সকল প্রশ্নের উত্তর

হতে পারে তোমার কন্ঠস্থ,

এটাও তো ঠিক যে

তোমার জন্য'ই তো স্টেজে মেক আপ

দেবার প্রবণতা আমাদের বাড়ছে।


জ্ঞান সমুদ্রে অবগাহন এখন অনেক সহজ

গুগল তোমার কেরামতিতে;

তাহলেও এটা বলার অপেক্ষা রাখে না--

দেবী সরস্বতী, তুমি নিশ্চিন্তে থাক,

তুমি স্বমহিমায়'ই ভক্তদের হৃদয়ে

বিরাজমান আছ,

গুগল উর্মিমালা তোমার পদযুগল

চুম্বন করে ফিরে যাবে,

তোমার আসন টলাতে পারবে না।