Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

বিভাগ   কবিতা শিরোনাম  হাইওয়ে নম্বর চৌত্রিশকলমে  মৃন্ময় সমাদ্দারতারিখ ০৪/০৮/২০২১
পিচঢালা মসৃণ রাস্তা, হাইওয়ে নম্বর চৌত্রিশচলেছে বাস আপন বেগে চলেছে সার বেঁধে। বাসের ভেতর বসে আমি দেখছিলাম প্রকৃতিচারিদিকে সবুজ আর শুধু চাষ আবাদ। 
পড়…

 


বিভাগ   কবিতা 

শিরোনাম  হাইওয়ে নম্বর চৌত্রিশ

কলমে  মৃন্ময় সমাদ্দার

তারিখ ০৪/০৮/২০২১


পিচঢালা মসৃণ রাস্তা, হাইওয়ে নম্বর চৌত্রিশ

চলেছে বাস আপন বেগে চলেছে সার বেঁধে। 

বাসের ভেতর বসে আমি দেখছিলাম প্রকৃতি

চারিদিকে সবুজ আর শুধু চাষ আবাদ। 


পড়ন্ত বিকেলের সৌন্দর্য চোখে পড়ছে বারে বারে

ক্রমে এলো রাত, আকাশে উঠলো চাঁদ। 

হাইওয়ে ধরে ছুটে চলেছে দ্রুতগতিতে বাস। 

হঠাৎ দাড়িয়ে গেল বাস আর্তচিৎকার শুনে। 


নীচে এসে দেখি একটি বাস পড়েছে দুর্ঘটনাতে

তারই যাত্রীরা করছিল চিৎকার, প্রাণ বাঁচাবার তরে। 

ধরে ধরে আহতদের বাসে নিলাম তুলে

রক্ত স্নান করেছে তারা,পোশাকও আলুথালু। 


অনেকেই চাইছিল না ঝামেলায় জড়াতে

সরাসরি তাদের নিয়ে চললাম হাসপাতলে। 

প্রাথমিক চিকিৎসা করে কয়েকজনকে দিল ছেড়ে

দুজনকে ছাড়লোনা তারা চিকিৎসা করবে বলে। 


অধীর আগ্রহে বসে আছি হাসপাতাল গেটে

বাসও তখন দাঁড়িয়ে আছে আমাদের সাথে। 

ভোরের দিকে জানলাম তারা সুস্থতার পথে

মাথা থেকে বিরাট বোঝা নামল এতক্ষণে।।