Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

মিলন  হবে কবেকলমে  গীতা লোধ৪/০৮/২০২১
হাজার তারা মুক্ত আকাশআর জুড়ে আছো তুমি।শুক্লা চাদের ঝলমলে জোস্নাতোমার ভাবনায় আমি।
ভাবছি বসে  তোমার সাথেমিলন কবে হবে,মন উতালা আবেগ আপ্লুতএক হওয়ার উৎসবে।
ভোরের আলো সোনামাখা  রোদমৃদু মন্দ সমীরণহৃদয়…

 


মিলন  হবে কবে

কলমে  গীতা লোধ

৪/০৮/২০২১


হাজার তারা মুক্ত আকাশ

আর জুড়ে আছো তুমি।

শুক্লা চাদের ঝলমলে জোস্না

তোমার ভাবনায় আমি।


ভাবছি বসে  তোমার সাথে

মিলন কবে হবে,

মন উতালা আবেগ আপ্লুত

এক হওয়ার উৎসবে।


ভোরের আলো সোনামাখা  রোদ

মৃদু মন্দ সমীরণ

হৃদয় চাইছে  উষ্ণ ছোঁয়া

আঁচল চায় সুখের কোন।


দিন গুনে চাইনা রহিতে 

করিব তোমাতে বাস,

স্নেহ ভালোবাসা আদর সোহাগ

তোমাতেই জড়াব শ্বাস।