Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

#শিরোনাম_প্রথম প্রেম#কলমে_পলি ঘোষ#তাং_৩.৪.২০২১
 মফঃস্বলে নাক বাঁকিয়ে বলতো লোকে রঙ নিয়েকী হবে যে এমন মেয়ের!কে করবে ? ওকে বিয়ে?তাকায়না কেউ চোখটা তুলে, জ্ঞান দিত সব গাল ভরে,যা পাও তাই দিয়ে বাঁচ ,কানা, খোঁড়া- যা চায় দিয়ে।কিশোর…

 


#শিরোনাম_প্রথম প্রেম

#কলমে_পলি ঘোষ

#তাং_৩.৪.২০২১


 মফঃস্বলে নাক বাঁকিয়ে বলতো লোকে রঙ নিয়ে

কী হবে যে এমন মেয়ের!কে করবে ? ওকে বিয়ে?

তাকায়না কেউ চোখটা তুলে, জ্ঞান দিত সব গাল ভরে,

যা পাও তাই দিয়ে বাঁচ ,কানা, খোঁড়া- যা চায় দিয়ে।

কিশোরী কালে বদ্ধমূলে জন্মেছিল এক ধারণা

বিচ্ছিরি যা দেখতে আমি কক্ষনো  কেউ তাকাবে না!

দুঃখী মনে চোখটা নিচু,তাকাই না  যে কারো দিক

এমন জনম দিল কেনো, হা,ঈশ্বর  তোমায় ধিক!!

কেউ বলে না ভালো কথা,দূরে থাক ভালোবাসি

কানাকানি করে লোকে,আড়চোখেতো হাসাহাসি।


হঠাৎ দোলে  রঙ  দিল গায় পাড়ার মোড়ে সাম্মী কাপুর

গোলাপ ফুলে প্রেম নিবেদন, ঠা ঠা রোদে সারা দুপুর।

চেয়েছিল মনটা আমার চায়নিতো সে সাজানো সঙ

মন রাঙিয়ে কালো রঙে, চিনিয়ে দিল আসল রঙ।

গোয়েন্দা ছিল বড়দাদা হিটলারি  তার নজরদার,

হুশিয়ার তুতো কাকার ,জানলাতে নয় খবরদার!

হাবুডুবু মনটা ব্যাকুল মেঠো পথে জোড় হাতে

কালো কাকের মনটা কোকিল উড়ে উড়ে একসাথে।

প্রথম  প্রেমের অনুভূতি মন কাড়লো,উদার মন

আগুন্তুকের আগুন মনে দেখা  পেলাম আপনজন।