Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

০২/০৮/২০২১শিরোনাম ঃ "বিবর্ণ জিজ্ঞাসা"কলমে ঃ- প্রসেনজিৎ সেন (যীশু) মেমসাহেব,,,,,,,! আমার চিতার একপাশে জ্বলেএক প্রস্ত প্রতিবাদ। অন্যপাশে স্মৃতির অক্ষর,ভালোবাসা,পাপ, অবক্ষয় মোহনায়বাঁক নিতে নিতে গড়ে তোলে ঘুণের বিস্তার,নাগরি…

 


০২/০৮/২০২১

শিরোনাম ঃ "বিবর্ণ জিজ্ঞাসা"

কলমে ঃ- প্রসেনজিৎ সেন (যীশু) 

মেমসাহেব,,,,,,,! 

আমার চিতার একপাশে জ্বলে

এক প্রস্ত প্রতিবাদ। অন্যপাশে স্মৃতির অক্ষর,

ভালোবাসা,পাপ, অবক্ষয় মোহনায়

বাঁক নিতে নিতে গড়ে তোলে ঘুণের বিস্তার

,নাগরিক সুখ, মানবাধিকার লঙ্ঘনের 

ইচ্ছেডানায় ভর করা সুখ

ও আমার ইজ্জতহীনতার ব্লুফিল্ম। 


মেমসাহেব,,,,,,!

আমার চিতার আর একপাশে নীরেট মাথার ভীড়ে

খুন হয় বসরাইয়ের হলুদ গোলাপ। 

গহন কান্নার নদী পার হয় প্রণয় ও পাপের গন্ধ।

আধপোড়া চিতাকাঠের অক্ষরে উঠে আসে 

নিকেল বিকেল। 


মেমসাহেব,,,,,,,! 

বাদুড়ের পাখার ডানায় অন্ধকারে ডুবে যায় 

আমার অতীত ও বর্তমান। 

ভবিষ্যৎ লাঠি হাতে হেঁটে যায় ময়ালের মুখের ভিতর।

হিংস্র নরকগুলজারে ডুবে যায় 

কোনারকের বিদেহী আত্মা। 

দেখা অদেখায় কিছু বনেদী উলঙ্গ নৃত্য তুলে দেয়

ভস্মাধারে বিপন্ন অস্তিত্ব, বিবর্ণ জিজ্ঞসা !! 

মেমসাহেব,,,,,,? জ্বলো একবার জ্বলো

দিনরাত!