Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মৌ সাহিত্য পত্রিকার ২য় বর্ষ পূর্তি অনুষ্ঠান ও কৃতি সংবর্ধনা

*নিজস্ব সংবাদদাতা,কুলটিকরী, ঝাড়গ্রাম..........* রবিবার ঝাড়গ্রাম জেলার কুলটিকরীর মহামিলন মন্দিরের পাশে লায়ন্স স্কুল রবীন্দ্র শিক্ষা নিকেতন কক্ষে অনুষ্ঠিত হলো সাঁকরাইল সাহিত্য পরিষদ এর অন্তর্ভুক্ত "মৌ সাহিত্য পত্রিকা"-…

 


*নিজস্ব সংবাদদাতা,কুলটিকরী, ঝাড়গ্রাম..........* রবিবার ঝাড়গ্রাম জেলার কুলটিকরীর মহামিলন মন্দিরের পাশে লায়ন্স স্কুল রবীন্দ্র শিক্ষা নিকেতন কক্ষে অনুষ্ঠিত হলো সাঁকরাইল সাহিত্য পরিষদ এর অন্তর্ভুক্ত "মৌ সাহিত্য পত্রিকা"-এর ২য় বর্ষ পূর্তি সাহিত্য বাসর।অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ,সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। পাশাপাশি আলোচনায় অংশ নেন বিশিষ্ট জনেরা। এছাড়াও এই অনুষ্ঠান মঞ্চে ঝাড়গ্রাম জেলা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মাধ্যমিকে রাজ্যে ৫ম, ঝাড়গ্রাম জেলাতে প্রথম স্থানাধিকারী ছাত্র দেবাশীষ দাস কে প্রশংসাপত্র, উপহার দিয়ে সম্বর্ধিত করা হয়।


উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী সর্বেশ্বর মহাপাত্র , জেলা বিজ্ঞান মঞ্চের অন্যতম সদস্য শান্তনু দে,সন্দীপ পাহাড়ী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ অরুনচন্দ্র গিরি, বিশিষ্ট আঞ্চলিক কবি ও আবৃত্তি বিশেষজ্ঞ পরেশ বেরা, বিশিষ্ট কবি ও সঙ্গীতশিল্পী প্রাক্তন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রদীপ কুমার মাইতি, সুবীর মন্ডল, বিশিষ্ট কবি ও গল্পকার

মিহির কুমার দন্ডপাট, ভরত কুলিয়ারী এবং কবি খগেন জানা, এছাড়াও ছিলেন কবি ও ক্রীড়াবিদ ভিক্টর মাহাত, বিশিষ্ট কবি হরেন্দ্রনাথ ভৌমিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ । মৌ পত্রিকার সম্পাদক অরিন্দম কুলিয়ারী ঐ সাহিত্যবাসরে তার প্রাক্তন প্রণম্য দুই গৃহশিক্ষক গোবর্ধন রাউত ও হরেন্দ্রনাথ ভৌমিককে মানপত্র,উত্তরীয়, ফুলের তোড়া ও ব্যাজ পরিয়ে সম্বর্ধিত করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কবি ও সমাজসেবী প্রদীপ কুমার মাইতি ।