Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম "হয়নি অনেক কিছুই"কলমে সুনীল বণিক। ১০/৯/২০২১**************হয়নি অনেক কিছুই সুনীল বণিক। ****************না।। আমার শিউলি তলায় বা কদম তলায়ঘুরে ঘুরে প্রেম করা হয়নি-----‐----বৃষ্টিতে ভিজে চিনে বাদা…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম "হয়নি অনেক কিছুই"

কলমে সুনীল বণিক। 

১০/৯/২০২১

**************

হয়নি অনেক কিছুই 

সুনীল বণিক। 

****************

না।। আমার শিউলি তলায় বা কদম তলায়

ঘুরে ঘুরে প্রেম করা হয়নি-----‐----

বৃষ্টিতে ভিজে চিনে বাদাম ছাড়াতে ছাড়াতে

প্রেম করা হয়নি------------

নন্দন বা রবীন্দ্র সদন চত্বরে হাত ধরে

প্রেমের নিবেদন হয়নি-------------

ঘাস ফুল ফড়িং পদ্মবিল দেখে দেখে 

প্রেমের কবিতা লেখা হয়নি----------

না।। হয়নি এমন অনেক কিছুই। পৃথিবীতে

এ সমস্ত কিছু বিদ্যমান থাকতেও। হয়নি।

যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের

কবিতা "কেউ কথা রাখেনি" আবৃত্তি করার ছিলো,

তখন আবৃত্তি করা হয়নি-------------

ধবধবে পোশাকে বাবু সেজে তেরঙা উত্তোলন 

অনুষ্ঠানে হাজির হওয়া হয়নি------------

পঁচাত্তরতম স্বাধীনতা দিবসেও স্বাধীনতার

গন্ধ আসেনি আমার নাকে---------

দিকে দিকে খিদে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখলে

স্বাধীনতা বোঝা যায় না।

প্রেম আসে না মনে। "জন গন মন" বা 

"বন্দেমাতরম" ধ্বনিতে দেশাত্মবোধ জাগে না।

খিদে পেটে বা অশান্ত চিত্তে প্রেম আসে না

দেশাত্মবোধ জাগে না--------------

"আমার সোনার বাঙলা, আমি তোমায় ভালোবাসি"

ভালো লাগে না------------

সমস্ত কিছু ওপর ওপর দেখাই মাত্র আমরা,

ভারতমাতা এখনো ক্ষুধার্ত, অপমানিত, লাঞ্ছিত। 

আমাদের মতো অযোগ্য

আর অমানুষ সন্তানদের জন্য।।