Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা    :   শপথ নিয়ে যারাকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ১০ , ০৯ , ২০২১
ওরা চাঁদমারি করে আকাশের চাঁদটাকে ,রাঙিয়েই থাকে পলাশ পলাশ চোখ ;হাঙরে হাঙরে বাটোয়ারা চলে রাতে ,অঘোষিত ছুটি ঘরে বসে দাও ভোট ।
ডানায়  …

 


সৃষ্টি সাহিত্য যাপন

 কবিতা    :   শপথ নিয়ে যারা

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ১০ , ০৯ , ২০২১


ওরা চাঁদমারি করে আকাশের চাঁদটাকে ,

রাঙিয়েই থাকে পলাশ পলাশ চোখ ;

হাঙরে হাঙরে বাটোয়ারা চলে রাতে ,

অঘোষিত ছুটি ঘরে বসে দাও ভোট ।


ডানায়  এদেরও গন্ধ লেগে শকুনের ,

চোখদু'টো তেমনি বাঁধা আছে ঠিক ভাগাড়ে ;

সিদ্ধপুরুষ ভাগ নেয় গিয়ে মঞ্চের ,

মিলিজুলি চুপখেলা চলছেও আড়ে আড়ে ।


শাপশাপান্তের সেই দিন আজ বিগত ,

কাজে আসে না সে'পৈতেছোঁয়া অভিশাপ ;

তবে সিঁধ কাটাতে দেখি তেমনি অভ্যস্ত ,

মিথ্যের বেসাতিতে সকলেই ওস্তাদ ।


লুটের ধনে বোঝাই দু'য়ের জাহাজ ,

জাহাজগর্ভে আছে সোনার আস্ত পাহাড় ;

ঘুমের থেকে এইবার জাগো হে মৈনাক ,

পাতালঘরের পথটা সে' দেখাও একবার ।


কোথায় হে পবনদেব ? হাঁকাও টর্নেডো ,

লুটের জাহাজ দাও পুরো কাত করে ;

হে বৈশ্বানর ! বড়বানলে জ্বলে ওঠো ,

বেহেস্তটা ওদের দেখাও ঘাড় ধরে ।


হে মহার্ণব ! দেখাও আকাশছোঁয়া ঢেউ ,

ধূমকেতু হে ! তোমার নাচাও অগ্নিপুচ্ছ ;

কোনভাবে রেহাই পায় না যেন কেউ ,

শপথ নিয়ে যারা মানুষে করে তুচ্ছ ।


বাঁচার সাধ মরে গেছে ভাই লজ্জায় ,

শেয়ানে শেয়ানে কোলাকুলি দেখে নিত্য ;

অনেককালের মরচে গতির কলকব্জায় ,

বিবেকখানা পাষাণে বেশ তো সমাধিস্থ ।

---------------------------------------------------------