Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন ১০.৯.২০২১#উপলব্ধি#সংহিতা মজুমদার দিনের পর দিন সামনে থেকে বলেছো ভালোবাসি গো, ভালোবাসি,আমি বুঝতে চাইনি, বার বার তোমায় দূরে সরিয়েছি, এতটা কেউ ভালোবাসতে পারে নাকি, এই সন্দেহ আমার মনে সব সময় দানা বেঁধেছে,কিন্তু তো…

 


#সৃষ্টি সাহিত্য যাপন 

১০.৯.২০২১

#উপলব্ধি

#সংহিতা মজুমদার 

দিনের পর দিন সামনে থেকে বলেছো ভালোবাসি গো, ভালোবাসি,

আমি বুঝতে চাইনি, বার বার তোমায় দূরে সরিয়েছি, 

এতটা কেউ ভালোবাসতে পারে নাকি, এই সন্দেহ আমার মনে সব সময় দানা বেঁধেছে,

কিন্তু তোমার ভাবনায় সারাবেলা আমি এই কথা তুমি যখন বলতে,

কি এক অমোঘ সুখে ঘিরতো আমায় আমি তা যেন বুঝেও বুঝিনি...

 যখন বলেছিলে কিছু দিনের জন্য দূরে থাকবে,

না অকারণে নয় আরো আমায় নিজের করে নেবে বলেই এখন থাকতে হবে দূরে,

তখনি যেন এক দম বন্ধ করা কষ্ট আমাকে আষ্টে পিষ্টে  জড়িয়ে ধরেছিলো 

এই কষ্ট অনুভূতির নামই ভালোবাসা, ভালোবাসলেই কি এমন কষ্ট হয়?

কাছের মানুষটা কখন মনের মানুষ হয়ে গেছে তা বুঝতেই পারিনি!

তোমার এই দূরে থাকাটা মন কিছুতেই মানতে চাইছিলো না,

কোনোরকম যোগাযোগ ছাড়া দিনের পর দিন থাকা কেমন যেন অস্বস্তি কর মনে হচ্ছিলো

যতটা চোখের থেকে দূরে ছিলে ততটাই যেন মনের কাছে তা অনুভব করলাম...

এই অনুভূতি একেবারে অন্যরকম যা ভাষায় প্রকাশ করা যায় না...

এখন শুধু দিন গোনা তোমার ফেরার পথের অপেক্ষায়,

এখন শুধু একটাই ভাবনা আর কত দেরি তোমায় আবার কাছে থেকে দেখতে পাওয়ার,

তোমার হাতে হাত রেখে আমিও বলতে চাই ভীষণ ভালোবাসি তোমায়,

ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়...