9--9--2021
#বিভাগ-কবিতা।#শিরোনাম---মায়ের বই প্রেম।
#কলমে কবি শিল্পী ব্যানার্জি ও শিপ্রা মুখার্জি।
(প্রথমে একটা কথা বলে রাখি কবিতার ভাবনা আমার হলেও বাক্য বিন্যাস আমার ছোট বোন শিল্পী ব্যানার্জির।আমার বাবাও শেষ জীবনে কবিতা লিখেছেন।…
9--9--2021
#বিভাগ-কবিতা।
#শিরোনাম---মায়ের বই প্রেম।
#কলমে কবি শিল্পী ব্যানার্জি ও শিপ্রা মুখার্জি।
(প্রথমে একটা কথা বলে রাখি কবিতার ভাবনা আমার
হলেও বাক্য বিন্যাস আমার ছোট বোন শিল্পী ব্যানার্জির।আমার বাবাও শেষ জীবনে কবিতা লিখেছেন। প্রকাশ হয়েছিল পুস্তকাকারে।)।
মা গো কেমন আছিস বল?সুদূর আকাশ পারে ?
শিউলি তলায় ছড়িয়ে আছে ভরে শিউলি থরে থরে।
জবা গাছে শুকিয়ে গেছে রক্ত জবা থোকা থোকা
মনে কি পড়ে না গো , যাবার আগের কথা ?
রক্ত জবায় ভরে দিলে তোমার ঐ ঠাকুর সিংহাসন
আমি যে মা তোমার তরে রাত জাগি সারাক্ষণ ।
সেই কবেকার আঁধার করা তালতলার ঐ ঘরে ,
প্রথম দেখা তোমার আমার ,প্রথম নয়ন মেলে ।
বুলিয়ে দিলাম ছোট্ট হাতে,তোমার নরম ঠোঁটে
সে সব কথা মিলিয়ে গেল যাত্রা পথের ঘাটে।
রান্না ঘরের মেঝের মাঝে তোমার হাতের ছোঁওয়ায় অক্ষর পরিচয় চক খড়ি তে প্রথম অক্ষর চেনায়।
চলে গেলে ,জানলে না যে তোমার মেয়ে আজ
শিক্ষার উঁচু দোর পেরিয়ে করল কি কি কাজ!
ভাল পাঠক ছিলে গো মা ,থাকতে যদি আজ
আমার মাঝেই ফিরে পেতে তোমার মনের সাধ।
মনে পড়ে ,তখন আমি তিন ক্লাসেতে পড়ি
রান্নার মাঝেই বইএর সাথে মন যে পড়ে রয়।
মায়ের কথায় পড়ি মরি ছুটি বটুর বাড়ি
লাইব্রেরি থেকেই আনা বটুর বই ,নইলে নয়।
সাঁঝের বেলায় , ঘরের মাঝে বাবার পায়চারি
মা লম্ফ জ্বেলে বইএর সাথে, ভাতের সাথে আড়ি।
পায়চারি তে বাবা বোঝেন ভাতের দফা রফা ,
ফুৎকারেতে লম্ফ নিভিয়ে বাবার নজর কাড়া।
হ্যারিকেন এর আলোই মোদের চন্দ্র সূর্য তারা
ফিরে আসেন মা যে আমার চ্বকিতের ঈশারা।
বাবা তখন উজল মুখে হাসে নয়ন তারায়
অবাক আমি চেয়ে ভাবি এ কেমন বোঝা পড়া।
মেঘের ভেলায় চড়ে মাগো, কোথায়খুঁজি তোমায়?
এই নাও মা বই, কতো শত তোমার মেয়ের লেখা ।
পাজা পাজা লিখছে যে মেয়ে,কেমন করে জানায়
চোখের জলে বালিশ ভেজা, হারিয়ে গেছে সময় ।
যা গেছে তা যায় না পাওয়া
তা তো সবার ই জানা ।
তবুও যে মা খুঁজি তোমায়
স্মৃতিরা আমায় ভোলায়।
--------------------সমাপ্ত----------------