Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন#বিভাগ_কবিতা #শিরোনাম_প্রকৃতি #কলমে_মৃন্ময়_সমাদ্দার#তারিখ_১০/০৯/২০২১
প্রেম কি শুধু মানবজাতিতেই হয়?আমার মনে হয় না। প্রেম সব জায়গাতেই বিদ্যমানশুধু দরকার অনুভূতির। 
আমি নিজেই প্রকৃতিপ্রেমীতাইতো ছুটে বেড়াই প্রকৃ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

#বিভাগ_কবিতা 

#শিরোনাম_প্রকৃতি 

#কলমে_মৃন্ময়_সমাদ্দার

#তারিখ_১০/০৯/২০২১


প্রেম কি শুধু মানবজাতিতেই হয়?

আমার মনে হয় না। 

প্রেম সব জায়গাতেই বিদ্যমান

শুধু দরকার অনুভূতির। 


আমি নিজেই প্রকৃতিপ্রেমী

তাইতো ছুটে বেড়াই প্রকৃতির প্রেমে। 

এদিক ওদিক সবখানে

যেখানে যা পাই, কুড়িয়ে তা নিই। 


প্রকৃতি যেন অমূল্য আমার মনে

তাইতো আমি পৌঁছে গেলাম প্রকৃতির টানে। 

কাঞ্চনজঙ্ঘা দেখব আমি

তারই কোলে বসে। 


হোটেলের জানালা দিয়ে দেখবো আমি

কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। 

আর সবুজের সমারোহ

থাকবে সাথে বাঁধনহীন প্রকৃতির প্রেম ও প্রেমী মন।


মিনিটে মিনিটে ছবি বদলায়

সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি। 

কখনো মেঘ কখনো আলো ঝলমলে

মাথায় নিয়ে বরফের ঝলকানি।