Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গান গেয়ে বাংলার সেরা দিব্যাঙ্গ প্রিয়াঙ্কা

নিজস্ব সংবাদদাতা তমলুক: গান গেয়ে বাংলার সেরা পুরস্কার জিতে নিল তমলুকের দৃষ্টিহীন দিব্যাঙ্গ প্রিয়াঙ্কা। বিশেষ চাহিদা সম্পন্নদের রাজ্য স্তরীয় সংগীত প্রতিযোগীতায় প্রথম হয়েছে সে। স্বাভাবিকভাবেই সেই খবরে খুশির উচ্ছ্বাসে তমলুকের দিব…

 


নিজস্ব সংবাদদাতা তমলুক: গান গেয়ে বাংলার সেরা পুরস্কার জিতে নিল তমলুকের দৃষ্টিহীন দিব্যাঙ্গ প্রিয়াঙ্কা। বিশেষ চাহিদা সম্পন্নদের রাজ্য স্তরীয় সংগীত প্রতিযোগীতায় প্রথম হয়েছে সে। স্বাভাবিকভাবেই সেই খবরে খুশির উচ্ছ্বাসে তমলুকের দিব্যাঙ্গ জনেরা।

তমলুকের পূর্বনখা এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা মাল। জন্ম থেকেই দৃষ্টিহীন। সমস্যার কথা বুঝতে পেরে তমলুকের নিমতৌড়ি আবাসিক হোমে অধ্যবসায় শুরু করে প্রিয়াঙ্কা। সেখানেই লেখা পড়ার সাথে সাথে সুরেলা কন্ঠ হওয়ায় গানের তালিম নেয় প্রিয়াঙ্কা। বর্তমানে সে ব্রেইল ও কম্পিউটারের সাহায্যে নবম শ্রেনীতে পাঠরত রয়েছে। পাশাপাশি ভালো গান গাওয়ার সুবাদে বিভিন্ন বিচিত্রানুষ্ঠানে শিল্পী হিসেবে ইতিমধ্যে গ্রাম বাংলায় খ্যাতি অর্জন করেছে। রাজ্যপাল ও রাজ্য সরকার প্রিয়াংকাকে এই গানের জন্য সম্মানিত করেছে। শুধু তাই নয়, প্রিয়াংকাকে কেন্দ্র করে ওর বন্ধুরা আজ স্ব-নির্ভর হয়ে উঠেছে। এদিকে উত্তরবঙ্গের ‘উত্তরের দিশারী’ নামক একটি সংস্থা গত ১৫ বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্নদের রাজ্যস্তরীয় সংগীত প্রতিযোগীতায় স্পেশাল ভয়েস অফ বেঙ্গল কম্পিটিশন এর সাথে সাথে সমগ্র উত্তরবঙ্গের কৃতি বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দিয়ে থাকে শিলিগুড়ি শহরে।

এবছর সংগীত প্রতিযোগীতায় ৯৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন দিব্যাঙ্গরা অংশগ্রন করেছিল। গুগোল মিট এর মাধ্যমে গ্র্যান্ড ফিনালে প্রথম স্থান অধিকার করে সেরাদের মধ্যে অন্যতম হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতির নবম শ্রেনীর সম্পূর্ন দৃষ্টিহীন ছাত্রী প্রিয়াংকা। সেই উপলক্ষে আবার আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে শিলিগুড়ি শহরে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপনের সাথে সাথে প্রিয়াংকাকে পুরষ্কৃত করা হবে বলে জানা গিয়েছে। তবে প্রিয়াঙ্কার পাশাপাশি এই প্রতিযোগীতায় দ্বিতীয় হয় পুরুলিয়া এবং তৃতীয় হয়েছে দার্জিলিং জেলা। প্রিয়াংকার এই সাফল্যে খুশি গানের শিক্ষিকা বৈশাখী পাত্র মাইতি ও তার পরিবারের সবাই। নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতি বিশেষ বিদ্যালয়ের সাধারন সমাপাদক যোগেশ সামন্ত জানান -

প্রিয়াংকা আমাদের সবার গর্ব, প্রতিবন্ধী হলেও যত্ন নিলে রত্ন হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রিয়াংকা মাল।