Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া নদী বাঁধ দিয়ে ফের জল ডুকছে, বাঁধ মেরামত নিয়ে বিজেপি নেতৃত্বদের আসস্ত করলেন বিডিও।

বাবলু বন্দ্যোপাধ্যায়. কোলাঘাটকংসাবতী নদী বাঁধ ভেঙ্গে গত কয়েকদিন আগে চৈতন্যপুর ১ চৈতন্যপুর ২ এবং ঘোষপুর এর কিছুটা অংশ প্লাবিত হয়ে গিয়েছিল।গতকাল সকাল থেকে ওই ভাঙা অংশ দিয়ে নতুন করে জল প্রবেশ করছে। ভাঙ্গা অংশ দ্রুত মের…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়. কোলাঘাট

কংসাবতী নদী বাঁধ ভেঙ্গে গত কয়েকদিন আগে চৈতন্যপুর ১ চৈতন্যপুর ২ এবং ঘোষপুর এর কিছুটা অংশ প্লাবিত হয়ে গিয়েছিল।গতকাল সকাল থেকে ওই ভাঙা অংশ দিয়ে নতুন করে জল প্রবেশ করছে। ভাঙ্গা অংশ দ্রুত মেরামত এবং বন্যার ত্রাণ বণ্টনে দুর্নীতি না হয় এবং বৃষ্টির জলে যে সমস্ত এলাকা গুলি প্লাবিত হয়েছে সেই সমস্ত এলাকার লোকেরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে পাঁশকুড়া ব্লকের বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দিল পাঁশকুড়ার বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক জগদীশ প্রামানিক, জেলা সদস্য মদন মন্ডল, মন্ডল সভাপতি গোপাল সাউ, মিতা দোলুই, মৌসুমী মাল ,সমিরন দুয়ারী প্রমূখ নেতৃত্ববৃন্দ। পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনদূপ লামা জানান বিষয়গুলি সরকার দেখছে যাতে দ্রুত বাঁধ মেরামত করা যায় ইরিগেশন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রচেষ্টার খামতি থাকবে না। তিনি জানান যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে নিরপেক্ষ তদন্ত করেই যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করবেন এলাকার মানুষরা।