Page Nav

HIDE

Post/Page

May 23, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগঃ- কবিতা শিরোনামঃ- পারিনা সেসব লিখতে 🖋️কলমেঃ- উত্তম দত্ত তারিখঃ- ০৯/০৯/২০২১=================বন্দী থাকতে থাকতে ঘরেতেআজ হয়েছি ঘরকুনো এসময়ে,কিছুতেই কিছু ভালো লাগেনাএইভাবেই দিন চলছে এসময়ে। 
ভাবছি আজ আমি এসময়ে…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগঃ- কবিতা 

শিরোনামঃ- পারিনা সেসব লিখতে 

🖋️কলমেঃ- উত্তম দত্ত 

তারিখঃ- ০৯/০৯/২০২১

=================

বন্দী থাকতে থাকতে ঘরেতে

আজ হয়েছি ঘরকুনো এসময়ে,

কিছুতেই কিছু ভালো লাগেনা

এইভাবেই দিন চলছে এসময়ে। 


ভাবছি আজ আমি এসময়ে 

লিখবো একটা কাব্য এসব নিয়ে,

শব্দগুলোর আজ অবাধ্য হয়েছে 

দিচ্ছে না সাড়া সেভাবে লিখতে। 


যদিও আমি দেখি কত-শত ছবি

যা প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলেছে, 

আমাদের এই সমাজের মাঝে

সেসবই লেখার রসদ কাব্য রচনাতে।


আমি পারিনা সেভাবে ব্যক্ত করতে

যেসব অনাচার চলছে সমাজে,

কারণ আমি নই কোনো কবি

সেকারণেই পারিনা সেসব লিখতে।