Page Nav

HIDE

Post/Page

May 23, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা- নিয়তিকলমে- বাসুদেব ঘোষতারিখ- ২৩/১০২০২১হচ্ছে ভোঁতা কবির কলমকালা হচ্ছে পাঠক কুলখাঁচার পাখি মেলছে ডানাঠিকগুলো সব হচ্ছে ভুল।ভেঙে ভেঙে হচ্ছে ছোটোঅণু পরমাণু নিউক্লিয়াসছোট্টর নাকি দাপট বেশিঅসৎ হলে তা সর্বনাশ।নে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা- নিয়তি

কলমে- বাসুদেব ঘোষ

তারিখ- ২৩/১০২০২১

হচ্ছে ভোঁতা কবির কলম

কালা হচ্ছে পাঠক কুল

খাঁচার পাখি মেলছে ডানা

ঠিকগুলো সব হচ্ছে ভুল।

ভেঙে ভেঙে হচ্ছে ছোটো

অণু পরমাণু নিউক্লিয়াস

ছোট্টর নাকি দাপট বেশি

অসৎ হলে তা সর্বনাশ।

নেইকো কারো মাথা মুণ্ডু

সম্প্রদায়ে সব মাথা মোটা

গা ঢাকা দিচ্ছে ধর্ম

থাকবেনা কিছু গোটা গোটা।

ওল বাঁধাকফি কেটে বিকায়

ধর্ম বিকায় গুরুর নামে

ভালোবাসার মিলন দেখো

যখন রাই শ্যামের বামে।

লাগাম ছাড়া হলে ঘোড়া

মুঠো করলে শুকনো বালি

থাকবে নাকো তোমার পাশে

একটু পরে হবে খালি।

গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স

মোটা হলে সবাই খুশি

চাপা পড়ে গোঙায় বিবেক

বাড়ছে মনের দাপট বেশি।