Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এ আই ওয়াই এফ এর রাজনৈতিক শিক্ষাশিবির নন্দীগ্রামে

ঘন্টু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরফ্রেডারিক এঙ্গেলস এর 201 তম জন্মদিবস উপলক্ষে এ আই ওয়াই এফ এর নন্দীগ্রাম জোনাল পরিষদে রাজনৈতিক শিক্ষা শিবির হয়ে গেল রবিবার। এই রাজনৈতিক শিক্ষা শিবির উদ্বোধন করেন বিশিষ্ট গণ আন্দোলনের…

 





ঘন্টু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর

ফ্রেডারিক এঙ্গেলস এর 201 তম জন্মদিবস উপলক্ষে এ আই ওয়াই এফ এর নন্দীগ্রাম জোনাল পরিষদে রাজনৈতিক শিক্ষা শিবির হয়ে গেল রবিবার। এই রাজনৈতিক শিক্ষা শিবির উদ্বোধন করেন বিশিষ্ট গণ আন্দোলনের নেতা অনিল দাস। উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের সদস্য সন্তোষ রানা, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এ আই ওআই এফ এর পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক গৌরাঙ্গ কুইলা, সভাপতি অনিমেষ মান্না প্রমূখ নেতৃত্ব। বক্তাদের বক্তব্য প্রকাশ ভারতবর্ষের কর্পোরেটের পুঁজিবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা ,বেকারত্ব বৃদ্ধি, শিক্ষাব্যবস্থাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া যে প্রক্রিয়া, এইসব ব্যবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বিজ্ঞান ভিত্তিক শিক্ষার শিক্ষিত হতে হবে। মহান দার্শনিক মার্কসের চিন্তা ধারা , বৈজ্ঞানিক সমাজতন্ত্রে লড়াইয়ের আন্দোলনের মধ্যে থাকতে হবে বলে নেতৃত্বরা তুলে ধরে বক্তব্যে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মার্কসের চিন্তা ধারা কে এগিয়ে নিয়ে যাওয়ার ও কথা বলেন।