Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"সবুজের প্রার্থী প্রয়াত বাম মন্ত্রী কন‍্যা বসুন্ধরা গোস্বামী"

অমিতাভ গঙ্গোপাধ্যায়, কলকাতাপ্রার্থী তালিকা প্রকাশের আগেই জোড়াফুল থেকে ঘোষণা করা হয়েছিল এবারের পুরভোটে প্রার্থী তালিকায় মহিলাদের গুরুত্ব বেশি থাকবে।সেই মতো১৪৪টি ওয়ার্ডে ৮৭জন পুরনো প্রার্থী এবং নতুন মুখ হিসেবে নির্বাচন করা হয়েছে ৪২…


অমিতাভ গঙ্গোপাধ্যায়, কলকাতা

প্রার্থী তালিকা প্রকাশের আগেই জোড়াফুল থেকে ঘোষণা করা হয়েছিল এবারের পুরভোটে প্রার্থী তালিকায় মহিলাদের গুরুত্ব বেশি থাকবে।সেই মতো১৪৪টি ওয়ার্ডে ৮৭জন পুরনো প্রার্থী এবং নতুন মুখ হিসেবে নির্বাচন করা হয়েছে ৪২জনকে। বাদ গিয়েছেন সর্বমোট ৩৯জন।এই প্রার্থীদের মধ‍্যে ৫৫শতাংশ পুরুষ এবং ৪৫ শতাংশ মহিলা প্রার্থী।

তৃণমূলের একাধিক হেভিওয়েট মন্ত্রী র পরবর্তী প্রজন্মকে এই ময়দানে আসীন হোতে দেখা যাচ্ছে।তবে সবথেকে বড় চমক দিতে চলেছে যাদবপুরের ৯৬নং ওয়ার্ড।মহিলা সংরক্ষিত এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রয়াত দাপুটে বামমন্ত্রী ক্ষিতি গোস্বামীর কন‍্যা বসুন্ধরা গোস্বামী।

আগামী ১৯শে ডিসেম্বর এই বাম কন‍্যা দক্ষিণপন্থী দলের টিকিটে লড়াই করতে চলেছেন।বসুন্ধরা গোস্বামী ২০১৭ সালে আনুষ্ঠানিক ভাবে দল বদল করে জোড়া ফুলে এসেছিলেন।দলের মুখপত্র'জাগো বাংলার'হ য়ে কলম ধরে সংবাদ শিরোনামে এসেছিলেন বাম শীর্ষ নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস।দল তাকে শোকজ করেছিল।মনোবিদ বসুন্ধরা গোস্বামী সেই সময় অনিল বিশ্বাসের মেয়ের পাশে দাঁড়িয়ে বামনেতাদের সমালোচনা করেছিলেন।ত্রিপুরার মাটিতে তৃণমূলের ভিত শক্ত করতে এই বসুন্ধরা গোস্বামীকে সঙ্গে নিয়ে ছিলেন রাজ‍্যের শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু।

বাদ দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর স্মিতা বক্সীকে।এছাড়াও বাদ পড়েছেন রতন মালাকার এবং রতন দে।চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র প্রার্থী পদে আসীন হচ্ছেন এবং মন্ত্রী শশী পাঁজার কন‍্যা পূজা প্রার্থী পদে আসীন হয়েছেন।এ ছাড়াও টিকিট ধারীদের মধ‍্যে আছেন সাংসদ শান্তনু সেনের পত্নী কাকলী সেন,বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে প্রমুখ।আর সাধারণমানুষের জন‍্য র ইল রঙিন একটা ভবিষ্যৎ।