"বেসলাইন থেকে সুরের মূর্চ্ছনা-"--------------প্রতিভা কোন একটি নির্দিষ্ট বিষয়ে বিচ্ছুরিত হবে এমন কোন কথা নেই।প্রতিভার বিচ্ছু্রন একাধিক ক্ষেত্রেও দেখা যায়।তার ভূরি ভূরি উদাহরণ ও আছে।যেমন বলা যেতে পারে "স্বামীজি"…
"বেসলাইন থেকে সুরের মূর্চ্ছনা-"
--------------
প্রতিভা কোন একটি নির্দিষ্ট বিষয়ে বিচ্ছুরিত হবে এমন কোন কথা নেই।প্রতিভার বিচ্ছু্রন একাধিক ক্ষেত্রেও দেখা যায়।তার ভূরি ভূরি উদাহরণ ও আছে।যেমন বলা যেতে পারে "স্বামীজি"অর্থাৎ স্বামী বিবেকানন্দ।যিনি সারা পৃথিবীতে বেদান্ত দর্শনেরআলো ছড়িয়ে দিয়েছেন।সেই বিবেকানন্দ ই আবার প্রথম শ্রেণির ক্রিকেটে গোরা সাহেবদের বিপক্ষে ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে বল হাতে কুড়িটি রানের বিনিময়ে,সাতটি উইকেট নেন।ইংরেজরা অল আউট হয়ে যায় ঐ কুড়ি রানেই।
ঠিক সেই রকমই আমরা দেখতে পাই টেনিসের ক্লে কোর্টের বা গ্ৰাস কোর্টের নক্ষত্রদের মধ্যেও।যারা বেস লাইন থেকে বেরিয়ে এসে সুরের সরণীতে ডুবে গিয়েছেন। সত্যিই বিরল এবং আশ্চর্য ঘটনা।যাদের নাম টেনিস বিশ্বে অধূনা সবার ওপরে,যেমন--এও কি সম্ভব;রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, টমি হ্যস,যে তারা কেবল ঘাসের কোর্টেই সীমাবদ্ধ থাকবে।কিন্তু না তাদের সুপ্ত প্রতিভা প্রতিভাত হয়েছে তাদের গাওয়া রেকর্ডিং করা গানের মধ্যে দিয়েই।
আরো অভিভূত হয়ে যেতে হয়,ডেনিস ফষ্টারের পিয়ানোর সুরে।গানের কথাতেই রয়েছে"Everybody need a little time away"-প্রত্যেকের জীবনেই সামান্য কিছু সময় থাকে,যা দৈনন্দিন কাজের মধ্যে থেকেই বার করে নেওয়া উচিৎ।মূল গানটি স্প্যানিশ টিভিশোর'চিকাগো'গ্ৰুপের গান।বেস লাইন থেকেও যে সূরের মূর্চ্ছনা তোলা যায়,এদের মত মহা তারকাদের কোর্টের বাইরে না এলে,আমাদের কাছে অধরাই থেকে যেত।