Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোয় রাজ‍্যজুড়ে উৎসবের শুরু ১০দিন আগেই-----২০২২শে,মুখ‍্যমন্ত্রীর ঘোষনা

অমিতাভ গঙ্গোপাধ্যায়আন্তর্জাতিক পর্যায়ে বাংলার পূজো।ইউনেস্কোর দেওয়া হেরিটেজের তকমা।সেই উপলক্ষে আগামী বছর ২০২২সালের দূর্গাপূজোর ১০দিন আগে থেকেই শুরু হয়েযাবে উদযাপন,জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সদ‍্য ই শেষ হয়েছে পুরভোট।…


অমিতাভ গঙ্গোপাধ্যায়

আন্তর্জাতিক পর্যায়ে বাংলার পূজো।ইউনেস্কোর দেওয়া হেরিটেজের তকমা।সেই উপলক্ষে আগামী বছর ২০২২সালের দূর্গাপূজোর ১০দিন আগে থেকেই শুরু হয়েযাবে উদযাপন,জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সদ‍্য ই শেষ হয়েছে পুরভোট।বিশাল জয়ের অগ্ৰিম বোনাস এই ঘোষনা।আজ অর্থাৎ বৃহষ্পতিবার জয়ী প্রার্থীদের নিয়ে মহারাষ্ট্র নিবাসে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিম।সেখানেই উঠে আসে ইউনেস্কোর স্বীকৃতি প্রসঙ্গ।সেই সময় তিনি এই আনন্দ  বার্তা দেন।


মুখ‍্যমন্ত্রীর কথায়'কলকাতাই সেরা।হেরিটেজের জন‍্য আমরা সেলিব্রেশন করব।আগামী বছর দশদিন আগে থেকেই শুরু হবে সেলিব্রেশন।'যদিও ঠিক কিভাবে উদযাপন করা হবে,তার নীল নকশা তৈরী হয়নি।ইউনেস্কোর তরফে টুইটারে জানান হয় 'মানব সভ‍্যতার অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ‍্যের তালিকায় কলকাতার দূর্গাপূজো। এই স্বীকৃতি পাওয়ার পর ই  বুধবার শহরে ছিল উৎসবের আমেজ।আনন্দ ভাগ করে নিতে রাজপথে পা রেখেছিল শ'য়ে শয়ে পূজোপ্রেমিক।কারো হাতে ছিল ইউনেস্কো কে ধন‍্যবাদ জানিয়ে প্ল‍্যাকার্ড।বাঙালির এই পূজো উদযাপনের সমাপ্তি হয় জাতীয় সঙ্গীত এর মাধ‍্যমে। আর সেই কারণে ২২শের পূজো শুরু হয়ে যাচ্ছে সময়ের অনেক আগেই।