Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শীত এসেছে,শীত নেই বলা যাবে না

কদিন আগেই ছিল নিম্নচাপের ভ্রুকুটি ।শীত আসি আসি করেও আসতে পারছিল না।কিন্তু বিগত দুদিন ধরে শীতের আমেজ পেয়ে চলেছেন বঙ্গবাসী।দক্ষিনবঙ্গের বেশ কয়েকটি জেলাই কাঁপছে শীতে।শীতের চাদরে মুড়ি দিয়ে কাটছে দিন।বীরভূম, পুরুলিয়া বর্ধমান সব জায়গাত…

 


কদিন আগেই ছিল নিম্নচাপের ভ্রুকুটি ।শীত আসি আসি করেও আসতে পারছিল না।কিন্তু বিগত দুদিন ধরে শীতের আমেজ পেয়ে চলেছেন বঙ্গবাসী।দক্ষিনবঙ্গের বেশ কয়েকটি জেলাই কাঁপছে শীতে।শীতের চাদরে মুড়ি দিয়ে কাটছে দিন।বীরভূম, পুরুলিয়া বর্ধমান সব জায়গাতেই শীতের পারদ নামছে হু হু করে।

আজ ডিসেম্বর মাসের ১৭ তারিখ।কলকাতা হাওড়াতে সকাল থেকেই শীতের হালকা আমেজ।দুই মেদিনীপুরে ও তাই।
সকালে ও সন্ধ্যায় শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য সেই আমেজ দেখা যাচ্ছে না।তবে শীত আসছে, শীত আসছে এমন একটা বার্ত রয়েছে বাতাসে।
বীরভূমের তাপমাত্রা ইতিমধ্যেই ১২ ডিগ্রিতে নেমেছে বলে জানা গেছে।পুরুলিয়া ও তাই।গরমের রেশ কেটে শীতের চাদর বিছোতে চলেছে অল্প বিস্তর সব জেলাই ।
শীত মানে কমলা লেবু,শীত মানে খেঁজুরে গুড়।শীত মানেই কচিকাঁচাদের রঙবেরঙের পোষাক।করোনা আবহে পিকনিক একেবারে নেই,একথা ঠিক নয়।পিকনিক ও শুরু হয়ে গেছে।আর সেখানে দেখা যাচ্ছে আনন্দ বন্যা।
ওমেক্রন অবশ্য চোখ রাঙানি এখন ও কমায় নি।সে তার বিজয় রথ নিয়ে আড়ালে আবডালে সংক্রমন ছড়িয়ে ই চলেছে।
তবুও শীতের আমেজ বলে কথা।সর্দি কাশি সঙ্গে করেই শীত আসে।এবার ও তাই।
হাওয়া অফিসের খবর বলছে শীত আরো বাড়বে দু এক দিনের মধ্যেই ।
আসুক শীত।উপভোগ করতে সকলেই রাজি।
শীতে শীত পড়বে,বর্ষায় বৃষ্টি ।এতো প্রকৃতির খেলা।না এলে মন খারাপের বাজনা বাজে।
শীত এসেছে শীত।আসেনি সেভাবে কাশ্মারী শালওলা ও ভুটিয়ারা।
সে না হয় না এলো।
শীত তো এসেছে নিজস্ব গরিমায়।এটিও বা কম কিসে।
শীত এসেছে।শীত নেই বলা যাবে না।

তরুণ চট্টোপাধ্যায় ।