Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনামঃ মন ফাল্গুন কলমেঃ কনক লতা মন্ডল তারিখঃ ২৬/১১/২০২১ খ্রিঃ
আনমনা চনমনে উড়ে চলে স্বপ্নে আকাশের গা ঘেষে গল্পে, মন উড়ান দেয় টান অখিলেশকেমন জানি করে অল্পে?
খুব কাছের নয় সে ভাসে সুর বাতাসে মন ফাল্গুন প্রেমের ক্ষ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনামঃ মন ফাল্গুন 

কলমেঃ কনক লতা মন্ডল 

তারিখঃ ২৬/১১/২০২১ খ্রিঃ


আনমনা চনমনে উড়ে চলে স্বপ্নে 

আকাশের গা ঘেষে গল্পে, 

মন উড়ান দেয় টান অখিলেশ

কেমন জানি করে অল্পে?


খুব কাছের নয় সে ভাসে সুর বাতাসে 

মন ফাল্গুন প্রেমের ক্ষণ,

তবুও তার কথা মনে পড়ে সারাক্ষণ 

পাশে থাকার করি পণ।


হয়তো পাবো না খুব কাছে যাবো না

তবুও মন কাঁদে পিয়াসে,

ক্ষণে ক্ষণে পড়ে মনে ভুলে থাকা যায় না 

উচাটন কাটে ক্ষণ হিয়াসে। 


হালে পানি এনে টানি কিছু তার চাই না 

কাঁটাবন শিহরণ আভাসে,

কানে কানে সমীরণে বলে যায় কিছু কথা 

গোপনে স্বপ্নে ভালোবাসে।


চিন চিন ব্যথা জাগে মনে খুব সুখ লাগে 

চোখ বুজি তারে খুঁজি সুরে,

হৃদয়ে দোলা আত্মভোলা প্রেম প্রীতি রাগে 

জানি তুমি থাকো বহুদূরে। 


শুধু পরিচয় তবু মনে ভয় হারাবার 

জানি কখনো হবে না দেখা! 

তবুও তার জন্য ভাবতে লাগে ভালো 

ভাই, বন্ধু যে যেমন ভাগ্য লেখা। 


রক্তের নেই কোন বন্ধন আঁখিতে ক্রন্দন 

তার সাফল্যের কথায় হাসি,

অদৃশ্য মায়া জড়িয়ে ছায়া কালো ফর্সায় 

আসে যায় না কিছু তাতে ভাসি।


বয়সের নেই কোন ধরা বাধা বন্ধনে 

ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি,

এমন কেউ এলো বুঝি আমার জীবনে 

সবাই মিলে স্বপ্নের দেশ গড়ি।