Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : হঠাৎ মোচড় খাই✍ সঞ্জয় কুমার পালতারিখ: ৩০/১১/২০২১ইং*****************************বন্ধু বলে ডাকলাম তোমায়প্রাণে দিলাম ঠাঁই,পিছন ফিরে তাকিয়ে দেখিপ্রাণের বন্ধু নাই ।
আদর সোহাগ সবই দিলামহৃদয় উজাড় করে,ডালে বসে ক…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : হঠাৎ মোচড় খাই

✍ সঞ্জয় কুমার পাল

তারিখ: ৩০/১১/২০২১ইং

*****************************

বন্ধু বলে ডাকলাম তোমায়

প্রাণে দিলাম ঠাঁই,

পিছন ফিরে তাকিয়ে দেখি

প্রাণের বন্ধু নাই ।


আদর সোহাগ সবই দিলাম

হৃদয় উজাড় করে,

ডালে বসে কে জানতো

পাখি যাবে উড়ে !


আসলে যখন ব্যাকুল হয়ে

চাইলে মনে ঠাঁই,

লাগলো ভালো চলন বলন

মুগ্ধ হলাম তাই।


চাইলে তুমি বাসতে ভালো

বললে সাথে রেখো,

আমি বলমাম সারা জীবন

আমার সাথেই থেকো।


ভুলেও আমি মনে আনিনি

সবই তোমার খেলা,

প্রয়োজন টুকু মিটিয়েই তোমার

ভেঙে দিলে মেলা ।


তুমি গেলে তোমার পথে

স্মৃতি গেলে রেখে,

দু'জনার দু পথ এখন

দু'দিকেতে বেঁকে ।


যেথায় আছো ভালোই থাকো

আজো সেটা চাই,

আজো স্মৃতি জাগলে মনে

হঠাৎ মোচড় খাই।

     *************