Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সবুজ ঝড়ে ধূলিসাৎ বাম দূর্গ ৯৮

সোমনাথ মুখোপাধ্যায় 
কলকাতা পুর এলাকার ১০ নম্বর বরোর অন্তর্গত ৯৮ নম্বর ওয়ার্ডে জিততে পারল না সিপিআইএম। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। জনতার রায় মেনে নিয়েছেন পরাজিত সিপিআইএম প্রার্থী দুবারের প্রা…




সোমনাথ মুখোপাধ্যায় 

কলকাতা পুর এলাকার ১০ নম্বর বরোর অন্তর্গত ৯৮ নম্বর ওয়ার্ডে জিততে পারল না সিপিআইএম। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। জনতার রায় মেনে নিয়েছেন পরাজিত সিপিআইএম প্রার্থী দুবারের প্রাক্তন কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী। মোট ২৯৪ ভোটে বিজয়ী অরূপ চক্রবর্তী পেয়েছেন ৮৭৩৪টি ভোট। অপর দিকে ৮৪৪০টি ভোট পেয়েছেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী। শুরু থেকেই প্রতিটি পুর নির্বাচনে ৯৮ নম্বর ওয়ার্ডের মানুষ সিপিআইএমের পক্ষে রায় দিলেও এবারের ভোটে কার্যত সবুজ ঝড়ে ধূলিসাৎ দীর্ঘদিনের পরিচিত সিপিআইএমের দূর্গ ৯৮ নম্বর ওয়ার্ড। সিপিআইএমের দলীয় তরফে তৃণমূলের বিরুদ্ধে দেদার ছাপ্পা, ভোট লুটের অভিযোগ করা হয়েছে। যথারীতি তা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবী ওয়ার্ডের মানুষ এবার পরিবর্তন চেয়েছেন। ফল তৃণমূলের পক্ষে গিয়েছে।

কলকাতার দক্ষিণে টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ৯৮নম্বর ওয়ার্ড প্রধানত উদ্বাস্তু অধ্যুষিত এলাকা। ভোট প্রচার পর্বে পরিশ্রুত পানীয় জলের ইস্যুতে সরগরম ছিল নেতাজিনগর, গান্ধী কলোনি, শহীদনগর, খানপুর অঞ্চল সহ গোটা ওয়ার্ড। দুবারের কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী ঘরে ঘরে পানীয় জল এনে দিতে পারেননি। তার আগে বামফ্রন্ট পরিচালিত পুর বোর্ডের আমলে দীর্ঘদিন ৯৮র কাউন্সিলর তথা মেয়র পারিষদ (জল সরবরাহ) ছিলেন সিপিআইএমের অর্চনা ভট্টাচার্য। এই ওয়ার্ডের বাসিন্দা ছিলেন প্রয়াত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সূর। তবুও পানীয় জলের সমস্যায় জেরবার হয়েছেন এলাকার মানুষ। তৃণমূলের প্রচারে ঘরে ঘরে গার্ডেনরিচের পরিশ্রুত মিষ্টি পানীয় জল এনে দিতে পারার প্রতিশ্রুতিই হারিয়ে দিয়েছে সিপিআইএমকে। বলছেন এলাকার সাধারণ মানুষ। 

এবারের পুর নির্বাচনে প্রত্যাশা মতোই ফল করেছে তৃণমূল কংগ্রেস। ১৩৪টি ওয়ার্ডে বিজয়ী হয়ে বিপুল ভাবে পুর বোর্ড গঠন করতে চলেছে তারা। অন্যদিকে মাত্র দুটি ৯২ ও ১০৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন বামপন্থীরা। সিপিআইএম দলীয় সূত্রের দাবি অনুযায়ী আশা ভরসা ছিল ৯৮কে ঘিরে। কিন্তু সিপিআইএমের ঘোর দুর্দিনেও শিবরাত্রির সলতের মতো জ্বলতে থাকা ৯৮ নম্বর ওয়ার্ড শেষ পর্যন্ত খুইয়েছে তারা। রাজনৈতিক পর্যবক্ষেকদের মতে, তৃণমূলের সবুজ ঝড়ে কলকাতার বুক থেকে কার্যত পিছু হটলেও ভোট শতাংশের হিসাবে ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থান পেয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে বামপন্থীদের।