Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুলতলিতে বাঘ দেখতে মানুষের ঢল

কুলতলীর লোকালয়ে বাঘের দেখা মিললো আজ সকালে।সুন্দর বন সংলগ্ন এই কুলতলিতে আজ সকালে এক ব্যক্তি ধান খেতের মধ্যে ডোরা কাটা বাঘ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।বাঘ বাবাজীর খবর ছড়িয়ে পড়তে এলাকায় মানুষ ছুটে আসেন সচক্ষে বাঘ দেখতে। প্রথমে বাঘটি …


তরুণ চট্টোপাধ্যায় ।কলকাতা 
কুলতলীর লোকালয়ে বাঘের দেখা মিললো আজ সকালে।সুন্দর বন সংলগ্ন এই কুলতলিতে আজ সকালে এক ব্যক্তি ধান খেতের মধ্যে ডোরা কাটা বাঘ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।বাঘ বাবাজীর খবর ছড়িয়ে পড়তে এলাকায় মানুষ ছুটে আসেন সচক্ষে বাঘ দেখতে।

প্রথমে বাঘটি ধান ক্ষেত থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে বহূ মানুষ দেখে আবার সেই ধান ক্ষেতের মধ্যেই লুকিয়ে পড়ে।
খবর যায় কোস্টাল থানায়।ইতিমধ্যেই স্হানীয় থানার পুলিশ ও বন দপ্তরের লোকজন চলে আসেন।ধান ক্ষেতটি জাল দিয়ে ঘিরে দেওয়া হয়।জানা গেছে বন দপ্তরের কর্মী রা ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে বাঘ টিকে ধরবার চেষ্টা করবে।এর পর খাঁচায় ভরে সেটিকে ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে ।
তবে ঘুম পাড়ানি গুলি খাওয়ার পর যাতে করে বাঘটি জাল ডিঙিয়ে মানুষের ক্ষতি না করতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে ।
খবর ছড়িয়ে পড়ার পর হাজারে হাজারে মানুষ আসছেন বনবিবি কে দেখতে।
ভ্রমণকারীরা সারা বছর সুন্দর বনে নদী পথে ভ্রমন করেন বাঘ দেখার বাসনায় ।সেই বাঘ কে সবসময় চোখে পড়ে না।
আজ একেবারে লোকালয়ে তিনি সশরীরে।ফলে মানুষের ঢল তো নামবেই।
বন দপ্তরের সূত্রে জানা গেছে এটি বাঘ নয় বাঘিনী।আর বয়স ও খুব বেশি নয়।ডোরাকাটা এই বাঘটি লোকালয়ে এসেছে কেন তা নিয়ে আলোচনা চলছেই।কেউ বলছেন খাদ্যের সন্ধানে ।আবার কারো অভিমত হয়তো প্রসব করতে।
এ ব্যাপারে অবশ্য এখনো বন দপ্তরের সূত্রে কিছু জানা যায় নি।
কুলতলিতে বাঘ।এই খবরে এখন এলাকা সরগরম ।