Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম: হারিয়ে যাওয়া নক্ষত্রকলমে: বিমান বিশ্বাসতারিখ:৩০_১১_২০২১
বহুদিন পর...আজ কুয়াশায় মোড়া অন্ধকারে পথ হেঁটেছিযতদূর চোখ গেছে শুধুই অন্তহীন নিরাশার আত্মবিলাপঅন্ধকার তিমিরে যেনো প্রেম হারিয়ে গেছে সময়ের কু…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম: হারিয়ে যাওয়া নক্ষত্র

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:৩০_১১_২০২১


বহুদিন পর...

আজ কুয়াশায় মোড়া অন্ধকারে পথ হেঁটেছি

যতদূর চোখ গেছে শুধুই অন্তহীন নিরাশার আত্মবিলাপ

অন্ধকার তিমিরে যেনো প্রেম হারিয়ে গেছে সময়ের কুয়াশায়

দেখলাম চেয়ে দুর্ভিক্ষের কালো ছায়ায় ভেঙে পড়া রাস্তার দু'পাশে ছড়ানো ছিটানো তারাদের মিটিমিটি হাসি,অসুখের ফুলের ডালি আর রঙিন শীতল পানিয়ের হাতছানি।


ভেবেছিলাম মনের ঝুলিতে কুড়িয়ে নেবো 

শিশিরকণার টিপটিপ শব্দের কান্নার ধ্বনি,কুয়াশার পেঁজা তুলোর শরীর,রাত্রির হিমজড়ানো বাতাসের শাড়ির আঁচলে মাখা শিউলি বকুলের ঘ্রাণ।


পারিনি জানো

আমার ঝুলি ভরে উঠলো বাউলের মেঠো সুরে, আজানের সুমধুর স্বরে,সন্ধ্যের শঙ্খধ্বনিতে আর উপচে পড়া ব্যথার পঙক্তিতে আঁটা তোমাকে হারানোর বজ্রপাতে।


আঁধারি আকাশ পানে চেয়ে ভেবে দেখি

কুয়াশা যেমন হারিয়ে যায় দিনের আলোয় আপনকে ভুলে

আমিও তোমাকে হারিয়ে আজ পরিত্যক্ত সংকীর্ণ হারিয়ে যাওয়া নক্ষত্রের নির্জন দ্বীপের বাসিন্দা ছাড়া কিছুই নয়।


তাই ফিরে এলাম নিজের ঘরে

যেখানে কেউ নেই,শুধুই নির্বাক নিঃশব্দ ব্যথার ফ্যালফ্যালে দু'চোখের পাঁজর পোড়া গন্ধ আর নোনতা জলের রাতজাগা চিৎকার।


Copyright All Rights Reserved To Biman Biswas