Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩তম জন্মদিবস পালিত হল তমলুকে

নিজস্ব সংবাদদাতা, তমলুক: যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩তম জন্মদিবস পালিত হল তমলুকে। শুক্রবার এস ইউ সি আই এর ছাত্রসংগঠন ডি এসও র উদ্যোগে সকালে তমলুক হাসপাতাল মোড়ে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মাধ…

 


নিজস্ব সংবাদদাতা, তমলুক: যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩তম জন্মদিবস পালিত হল তমলুকে। শুক্রবার এস ইউ সি আই এর ছাত্রসংগঠন ডি এসও র উদ্যোগে সকালে তমলুক হাসপাতাল মোড়ে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে ক্ষুদিরাম বসুর জন্ম দিবস পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এস ইউ সি আই এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রনব মাইতি, তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায়, যুবনেতা মঞ্জুশ্রী মাইতি, তপন জানা, অধ্যাপক সঞ্জীব কুইলা, সিদ্ধার্থ শংকর রায় প্রমূখ। 


এদিকে তমলুকের রাজবাড়ী এলাকায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্ষুদিরাম প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক সতীশ সাউ , দেব কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। 


অপরদিকে তমলুকের রণসিঙ্গায় সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকেও সকালে ক্ষুদিরাম প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন মঞ্চের আহ্বায়ক শম্ভু মান্না, জাহিদুল ইসলাম প্রমূখ।