Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক মুখ

🙏🏼❤রক্তের জোগানে❤🙏🏼   ঘড়িতে তখন প্রায় দুপুর দুটোর কাছাকাছি। আমি তমলুক LICI অফিসে কাজ মিটিয়ে অফিসের গেটের কাছে এসেছি এমন সময় আমার পরিচিত অমরেশ রানা দাদা ফোন করে জানালেন তাঁর প্রসূতি বোনের সিজার হবে বিকেল 5 টায় , O + রক…


 

🙏🏼❤রক্তের জোগানে❤🙏🏼

   ঘড়িতে তখন প্রায় দুপুর দুটোর কাছাকাছি। আমি তমলুক LICI অফিসে কাজ মিটিয়ে অফিসের গেটের কাছে এসেছি এমন সময় আমার পরিচিত অমরেশ রানা দাদা ফোন করে জানালেন তাঁর প্রসূতি বোনের সিজার হবে বিকেল 5 টায় , O + রক্তের প্রয়োজন। তমলুক ব্লাড ব্যাঙ্কে ঐ গ্রুপের রক্ত নেই। আমি যদি কোন সুরাহা করতে পারি। ফোন কাটতেই প্রসূতির স্বামী তথা নীলকুন্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কৃষ্ণ পদ ঘোড়োই এর পুত্র শিক্ষক সুশান্ত ঘোড়োই দাদাও ফোন করে একই কথা বললেন। ততক্ষনাৎ O + রক্তের/ডোনার এর জন্য সৌমেন গায়েন দাদা, উজ্জ্বল মান্না দাদা সহ কয়েকজনকে ফোন করি। ডোনার এর খোঁজ পেলেও ভাত খেয়ে নেওয়ায় তিন/চার ঘণ্টার আগে রক্ত নেওয়া যায় না। আবার বিকেল চারটে/পাঁচটার পর তমলুক ব্লাড ব্যাঙ্কে স্টাফ কমের কারনে অনেক সময় ডোনার এর থেকে রক্ত সংগ্রহে নারাজ হয়। তাই রিস্ক না নিয়ে পাশাপাশি বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে খোঁজ শুরু করি। পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক এ ফোন করে জানতে পারি ওখানে O + রক্ত রয়েছে ।সুশান্ত দাদাকে পাঁশকুড়ায় যাওয়ার জন্য বললাম, কিন্ত ওনার কাছে ডোনার কার্ড নেই (আমার কাছে সর্বদাই কয়েকটি ডোনারকার্ড থাকে)। আর যেহেতু রোগীনিকে নিয়ে বিভ্রান্ত তাই একা যেতে একটু ইতস্তত করেন। হাতে সময় কম, তাই সময় নষ্ট না করে সুশান্ত দাদাকে মানিকতলাতে ডেকে নিয়ে আমার মোটরসাইকেলে তুলেনিয়ে পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত সংগ্রহ করে বাড়ি ফেরার পথে রামতারকে আমার প্রতিবেশী বংশীলাল ভৌমিকের মোটরসাইকেলে সুশান্ত দাদাকে চাপিয়ে তমলুকে নার্সিংহোমের পথে রওয়ানা করিয়ে সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসা। প্রতিবেদনটি লেখার মাঝপথে সুশান্ত দাদা ফোন করে জানালেন এইমাত্র সিজার হয়েছে এবং তিনি দ্বিতীয় পুত্রের পিতা হলেন। মা ও নবজাতক এর সুস্থতা কামনা করি। 

  সাত সকালে একমুঠো মুড়ি খেয়ে স্নান না করেই বেরিয়ে ছিলাম।তাড়াতাড়ি ফিরব জানি। কিন্ত রোগীনিকে যথা সময়ে রক্তটা যাতে পৌঁছন যায় তার জন্য পথে সুশান্ত দাদা খাওয়ার কথা বললেও সেদিকে কর্নপাত করিনি। বাড়ি ফিরে গরমজলে স্নান সেরে অল্প আহার করে আমার Lici premium পয়েন্ট এ বসে মানসিক তৃপ্তি নিয়ে প্রতিবেদনটি লিখলাম।পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক এবং প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যহযোগিতাকরি সকলেই আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রনাম ও ভালোবাসা জানাই।🙏🏼🙏🏼🙏🏼

  নমস্কারান্তে- প্রশান্ত সামন্ত, বাহারপোতা,পাঁশকুড়া,তমলুক, পূর্ব মেদিনীপুর ।

7908310084/ 9732748785.🙏🏼